অনুভূতি,,,,,

অনুভূতি কখনো সুখের কখনো বেদনার হয়,,,

অনুভূতি আমার কাছে একটা স্পর্শকাতর ছোঁয়া,,,,,

যার স্পর্শে মানুষের চোখ অশ্রুসিক্ত হয় অনুভুতির ধরন ভেদে।কেউ বা সুখের অনুভূতিতে চোখে জল আনে,কেউবা দুখে,,,,

খুব কম মানুষের চোখ সুখের অনুভূতিতে অশ্রুসিক্ত হয়,,,,,,,

কারন বেশির ভাগ মানুষ সবসময় সুখ খুঁজে ভার্চুয়াল লাইফে চাকচিক্যময় জাঁকজমক পূর্ণতার মাঝে।কেউবা সুখ খোঁজে বন্ধু বান্ধবী প্রেমিক প্রেমিকার সাথে নিজের মনের মতো সময় কাটিয়ে।হাসি ঠাট্টা-তামাশা আর আড্ডায়,,,,তাই তারা কখনোই সুখের অনুভূতিতে কাঁদে না,কাঁদে তখনি যখন সে এগুলো পায়না,আর একটাই তখন তার বেদনাদায়ক অনুভূতি,,,,

যাদের কাছে জীবন মানে দুটো আহারের ব্যবস্থা,নিজের ইজ্জত ঢাকার মতো সস্তা দামের পোশাক আর রাতে আশ্রয় নেয়ার মতো আয় বুঝে বাসা,,,,,,,,,

এদের জীবন,বাসা আর অফিসের মাঝেই সীমাবদ্ধ,,,,,,,

এই সীমাবদ্ধতায় আবৃত জীবন নিয়ে মানুষ গুলো পরিশ্রান্ত দেহ নিয়ে বালিশে মাথাগুজে নিজেকে সুখি ভেবে অশ্রুসিক্ত নয়নেই ঘুমিয়ে যায়,,,,

আর এটাই হলো সুখের অনুভূতি।

ভোরের আধো আলো ফোঁটার আগেই জীবন যুদ্ধে নেমে পড়ার মানুষ গুলোই সুখের অনুভূতিটা অনুভব করতে পারে,,,,

আমিও তেমনি একজন,যে সুখ খোঁজে জাঁকজমক পূর্ণ জীবনে নয়,হাসি ঠাট্টা আড্ডায় নয়,সুখ খুঁজি একটা নিরাপদ জীবনে,,,,,,

সুখের অনুভূতি খুঁজে ঐ নীল আকাশের বিশালতায়

4
$
User's avatar
@Naima posted 4 years ago

Comments