বই পড়ে যতটুকু জ্ঞান অর্জন করি,,তা কেবল পরীক্ষার খাতা অবধি সীমাবদ্ধ,, বাস্তবতা থেকে যে জ্ঞান অর্জন করি তা অামাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে লাগে,,

পাঠ্যবই গিলানো বন্ধ হোক,,জীবন যুদ্ধে জীবন গঠনে জয়লাভ করার জন্য স্কুল প্রতিষ্ঠানে শিখানো হোক কর্মমুখি অার কারিগরী শিক্ষা,,যে শিক্ষা অর্জন করেই কাউকে বেকার থাকতে হবেনা,,কেউ যেনো বলতে না পারে এত ডিগ্রী নিয়ে কি করবা শুনি?? চাকরি পাবা তো???

মামার বাড়ি গল্প ছলা কলার গল্প গুলো তুলে নেওয়া হোক পাঠ্য বই থেকে,,যে গল্প গুলো শুধু মাত্র বিনোদনের উৎস শিক্ষার কিছুই নাই,,চাকরির ইন্টার ভিউতে কখনও প্রশ্ন করা হয়না হাজার বছর ধরে উপন্যাসের মন্তুুর কথা,,বরং জিঙ্গেস করা হয় তোমার কত বছরের চাকরির অভিজ্ঞতা অাছে???কম্পিউটার জানো তো!!ইংলিশে কেমন তুমি??

বর্তমানে যে প্রথম শ্রেনীর বই যে গুলো পড়ে অাসছি,,সে বই গুলোও অহেতুক মনে হয়,,শিক্ষার কিছুই দেখিনা অামি,,এইসব বইতে হাবিজাবি না দিয়ে উপদেশ মূলক শিক্ষনীয় গল্প দেওয়া হোক,,অামি কখনও এই হাবিজাবি শিক্ষার জন্য অামার বাচ্চাকে ফুলের টোকাও দিবো না,,যে শিক্ষা অামার সন্তানের ভবিষ্যৎতের নিশ্চয়তা দিতে পারবেনা,,সে পাঠ্যক্রমের জন্য অামি সন্তানকে মারবো না,,

স্কুল জীবনের পড়াশোনাটা রিডিং শিক্ষার কাজেই অাসে,,অার জ্ঞান টা বমি করা হয় পরিক্ষার হলে,,পরিক্ষা শেষে পেটে অার মগজে কিছুই থাকেনা,,বমি যতটুকু করবা ফলাফল ততটুকুই অাসবে!!

বিদ্যা অার অভিজ্ঞতা দুটি অালাদা জিনিস,,বিদ্যার চেয়ে অভিজ্ঞতা প্রতিটি কাজেই লাগে!!

1
$
User's avatar
@Naima posted 4 years ago

Comments