⌚ঘড়ি পরেন নিশ্চই?

✋কোন হাতে? বাম হাতে নাকি ডান হাতে❓

উত্তরটা যদি হয় বাম হাতে, তাহলে আপনার জন্য প্রশ্ন, কেনো বাম হাতে ঘড়ি পরেন? নিশ্চই কোন উত্তর হবে সবাই পরে তাই আমিও পরি।

প্রথম যখন ঘড়ি আবিস্কার হয় তখন হাতে পরার কথা কেউ চিন্তাও করেনি। মানে হাতে ঘড়ি রেখে সময় দেখার ব্যাপারটা। তখন ঘড়ি রাখা হত পকেটে। তাহলে কিভাবে এই ঘড়ি আমাদের হাতের কব্জিতে তার জায়গা করে নিলো, এবং কেনো বাম হাতেই? কিন্তু এর পেছনে রয়েছে এক মজার ইতিহাস। বোর যুদ্ধের সময় যখন আমেরিকান সৈনিকরা দক্ষিন আফ্রিকার রিপাবলিক ধ্বংস করতে নামে, তখন একদল সৈনিক চামড়ার স্ট্রাপে ঘড়ি আটকে কবজিতে পরা শুরু করে। কারন তাদের মূল লক্ষ ছিলো মিলিটারি অপারেশনের প্রত্যেকটা মিনিট নথিবদ্ধ করা। আর এমনটা করতে গেলে তাদের বার বার পকেট থেকে ঘড়ি বের করতে হত। যেটা যুদ্ধের ময়দানে টাইম কিলার ছিলো। কিন্তু বাম হাতে কেনো, কারন পৃথিবীর বেশিরভাগ মানুষ ডানহাতি, এবং তারা ডান হাতে কাজ করতে সাচ্ছন্দবোধ করে। ডান হাতে ঘড়ি পরলে কাজ বন্ধ করে সময় দেখতে হত তাছাড়া সেই সময় ঘড়ি ছিলো খুবই ভঙ্গুর, তাই কিছুটা বাধ্য হয়েও বাম হাতেই পরতে হতো। কিন্তু এই অভ্যাসটা আমাদের মাসল মেমোরিতে পরিনত হয়। �তবে মজার কথা হচ্ছে, শারীরিক গঠন অনুযায়ী, বিজ্ঞান বলে ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে ঘড়ি পরা উচিৎ। কিন্তু এই নিয়মটা কেউ মানেনা।

1
$
User's avatar
@R_P_Emon posted 4 years ago

Comments

So beautiful and emotional! And it's the real picture of the workers in this pandemic situation. And you're the inspiration of us always! Keep up! We're always with you.

$ 0.00
4 years ago

Ki leikkos kiso nobuji!killai leikkos o nojani,ebar hon membar obo hosai toile?

$ 0.00
4 years ago

Thankyou Dear 😁And beyond there it thins out to the point where you have the beach to yourself. I had considered renting a bike and going out to explore more of the coastline, but I was perfectly content with just walking a few kilometres away from the hotel zone. Part of me wanted to see every kilometre of this beach, as if to confirm that it is indeed the longest beach in the world. Then I realised that as long as I get a bit of solitude on this stretch of beach I don’t need to see it all.

$ 0.00
4 years ago