মেয়েটি রোদের মতো শান্ত, কিংবা ছায়ার মতো চঞ্চল। একাকী জীবনে ছড়িয়ে দিয়েছে মুক্তোর কোলাহল। সে সুখী, পৃথিবীর সমস্ত সুখ নিয়ে। তার চিন্তা জুড়ে কেবলই পূর্ণিমার স্নিগ্ধতা। নিজের কষ্টগুলোকে সুখে রূপ দিয়ে মেয়েটি নিজেকে সুখী রাজকুমারী করে তুলতে চায়। শিশিরে ভেজা রাস্তায় পা ফেলে মেয়েটি একটা সুখী রূপকথার স্বপ্ন দেখে। মেয়েটির নাম "বিনোদিনী

2
$
User's avatar
@Montasin11 posted 4 years ago

Comments

If the people always disagree try to be the leader in the country and you see how it’s hard not everyone be happy

$ 0.00
4 years ago

Said one of the old men. The name of one of us Sampad pointed his finger at the other and said. His name is Success. And my name is love. Now go inside and decide who will let us in from the middle. The husband was very happy when the woman went inside and told her husband. Let's call it wealth, then we will become rich. His wife didn't agree, I think success should be called, their daughter was sitting on the other side of the house listening to them, she said

$ 0.00
4 years ago

যদিও কালেক্ট করা তবে হাসতে হাসতে শেষ 🤣

বিয়েতে পাওয়া উপহার গুলো ওপেন করার সময় চাটগাইয়া ফ্যামিলি বি লাইক-

= ওডি ওয়ার্প পেপার এগিন এক্কান দি জমাই রাহিছ। পরে হাজত লাগিবু

= সামসুদ্দিনে মার পোয়ার বিয়েত আই হট বক্স দিলাম এক সেট ইতি আর ফোয়ার বিয়েত ফটো ফেরেম এক্কান দিয়িনে হাম চুবুই দিইয়ে।

= ফিল্টার হোওয়ো ফইজ্জে ছা।

= কিরে কিরে ইবে তো ৩০০ টিক্কে থ্রি পিচ এনা। হনে দিয়িদে? সুমাইয়ার মা? ইতি এল্লে ফেতিনি কা?

= কিরে পিংকিনির বান্ধবী অল কিছু নো দেরে? ৫০ জন আইসসি এক্কান কের ও নো দে?

= ওডো রাইসার মা বলে ওভেন দিয়ি ইবে হডে চাতো। নাম নো লেহে, এনে আরে হানে হানে হইয়িদে।

= সাদিয়ার মা টিয়া ৫০০ দিয়েরে ইতির দিয়র টিয়র, নরনস টরনস বেয়াজ্ঞুন লই হাই গিয়িগুই।

= মামুইন্নে মা কিছু নো দেরে? দম লো ইতির পোয়ার বিয়েত আই কি দি ছা।

= বেবি ডায়পার হনে দিয়িদে, ইতারার আহল পুন মাইজ্জি না? নাম কি চাতো। মুনতাহা? হবে হন আবার।

= চানা আইজকাল কেউ আবার বই গিফট দেনা? চাই ইবে কি বই। ( দাম্পত্য জীবনে সুখি হওয়ার টিপস)৷ তবা তবা, ইবে হনে দিয়িদে চাতো। টুম্পনির মাস্টর নারে?

= ওডো ইবে কি নাম চাতো। চেমন আরা, ফয়সালের বড় ফুফু, ফেরতিরো বাড়ি, মাইজপাড়া, হাটাজারী। ও চিন্নি চিন্নি। ইবে আলাদা গরি রাখ।

= কিরে লাবিবা মা তারা কিছু নো দে? ডন ডনাই ডন ডনাই গুডা বংশ হাইয়েরে গেইয়িগুই।

=মাইনুর টিয়া হনে হত দিয়ি, হনে কি গিফট দিয়ি লেহি রাখ। যে যেল্লে দিয়ি আই ইতারার পোয়া মাইয়ের বিয়েত এল্লে দিয়ুম দে।

$ 0.00
4 years ago

হা হা

$ 0.00
4 years ago

Nice Article

$ 0.00
4 years ago