বড় ভাই
বড় ভাই হচ্ছে বাবার মতো।একটু খানি অভিমান,একটুখানি রাগ,একটুখানি ভালোবাসা সব কিছুই বড় ভাইয়ের কাছ থেকে আশা করা যায়।পরিবাবের বড় ছেলে মানেই তার অনেক দায়িত্ব। তাকে কীভাবে পরিবার কে উপরের দিকে আর ভালো রাখা যায় সব কিছু তাকে দেখতে হয়।যদি পরিবারে বাবা না থাকে তাহলেই কোনো কথায় নাই।তেমনি আমার দেখা চাচাতো বড় থেকে জানা এবং দেখা।তার এটা ছোট বোন আর একটা ছোট ভাই আছে।সেই চাচাতো বড় ভাই তাদের সব আবদার রাখতে রাতদিন শুধু পরিশ্রম আর কষ্ট করে।আমার সাথে একদিন তার ছোট বোন বলে যানো আপু আমার স্কুলে একটা পিকনিক এর জন্য ভাইয়ের কাছে 500 টাকা চায়ছি তা ভাইয়া বললো 500 টাকা দিয়ে পিকনিক করতে হবে না।স্কুলের সব বন্ধুরা করছে তাই আমারো মন চাচ্ছিলো।বড় ভাই কাজ করে তা আমার টাকা দিবে না।মা আমার বকেছে টাকা চাইছি তাই।আমি বলেছি টাকা না দিলে আমি আর স্কুলে যাবো না।এটা শুনে বড় ভাই তার মালিকের কাছ থেকে টাকা ধার করে এনে দিছে।বড় ভাই মনে হয় এমনই হয়।
Jessore is another small town in Bangladesh. I never went. I have heard about the name of the village Jessore-Kushtia Bhola I know the name of any place but I have a lot