ভোর হলো

কাজী নজরুল ইসলাম

ভোর হলো দোর খোল

খুকুমণি ওঠ রে

ঐ ডাকে জুঁই- শাখে

ফুল-খুকি ছোট রে।

খুলি হাল তুলি পাল

ঐ তরি চলল,

এইবাব এইবার

খুকি চোখ খুলল।

আলসে নয় সে

ওঠে রোজ সকালে,

রোজ তাই চাঁদা ভাই

টিপ দেয় কপালে।

7
$
User's avatar
@Runa121 posted 4 years ago

Comments

কাজী নজরুল ইসলামের ' ভোর হলো' কবিতাটি খুব জনপ্রিয়। আমার খুব ভাল লাগতো কবিতাটি।আমি আপনাকে সাবস্ক্রাইব করেদিছি, ভাল লাগলে আপনিও আমাকে সাবস্ক্রাইব করে দিয়েন ভাই।

$ 0.00
4 years ago

onek sundor sora.amra soto belai ay sob kobita portam.onek valo lagto kobitagulo.sora ta pore soto belar kotha mone pore gilo.apna k onek thanks

$ 0.00
4 years ago