কক্সবাজার:

এখন ব্যয়বহুল শহর কক্সবাজার

পযটন শহর কক্সবাজারকে ব্যয়বহুল শহর হিসাবে ঘোষণা করেছে সরকার।এর ফলে ঐ এলাকার সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়াসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে।ঢাকাসহ দেশের ব্যয়বহুল এলাকাগুলোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের 50 শতাংশ বাড়িভাড়া পেয়ে থাকেন।এখন কক্সবাজারে কমরত চাকরিজীবীরা ও এ সুবিধা পাবেন।বতমান এর হার 45 শতাংশ।এ ছাড়া ভ্রমণ ভাতা ,দৈনন্দিন ভাতাসহ অনান্য সুযোগ সুবিধা বাড়বে।27 জানুয়ারী 2020 কক্সবাজার পৌর এলাকায় ব্যয়বহুল হিসাবে ঘোষণা করে প্রঙ্গাপন জারি করেন মণ্রীপরিষদ বিভাগ।এতে বলা হয় কক্সবাজার শহর,বাড়িভাড়া,যানবাহন ভাড়া,খাদ্য ও পোষাকসামগ্রীসহ অনান্য ভোগ্যপণ্যের দাম বিবেচনায় কক্সবাজার পৌর এলাকাকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করেছেন।

বতমানে দেশের সাতটি বিভাগীয় শহর ছাড়াও কয়েকটি এলাকা সরকারি হিসাবে ব্যয়বহুল।ব্যয়বহুল সাতটি বিভগীয় শহর-- ঢাকা,চট্রগ্রাম,খুলনা,রাজশাহী,সিলেট,বরিশাল ও রংপুর।

5
$
User's avatar
@Runa121 posted 3 years ago

Comments