নবীজী (ﷺ) অতুলনীয় মাখলুক, তিনি (ﷺ) আমাদের মত নন

❏ আল্লাহর প্রিয় রাসূল (ﷺ) সূরুতে মানুষ হলেও মূলত তিনি আমাদের মত মানুষ নন। একাধিক ছহীহ্ হাদিস থেকে জানা যায় আল্লাহর রাসূল (ﷺ) রহমাজাানে 'ছাওমে বিছাল পালন করতেন। লোকেরাও এরূপ রোজা রাখলেন। অত:পর রাছূল (ﷺ) তাঁদেরকে এরুপ রোজা রাখতে নিষেধ করেন। নবী (ﷺ) বললেন আমি তোমাদের কারো মত নই।

(ছুহীহ্ বুখারী, হাদিস নং:১৯৬২;ছহীহ্ মুসলীম হাদীস নং ২৬১৯;মুসনাদে আহমদ হাদিস নং:৫৯৯৫ ও ৬২৯৯,ইমাম নাসাঈ:সুনানে কুবরা হাদিস নং:৩২৫০;মুস্তাখরাজে আবী আওয়ানা হাদীস নং:২৭৯৮; ইমাম তাহাবী:শরহে মুশকীলুল আছার;হাদীস নং:৮৯৪৭ ইমাম বায়হাক্বী,মারেফাতুস সুনান ওয়াল আছার হাদীস নং:৮৯৭৪, ইমাম বায়হাক্বী শরীফ হাদিস নং;৮৩৭৪ মুছান্নাফে ইবনে আবী শায়েবাহ হাদীস নং:৯৫৮৭)

এ বিষয়ে আরেক রেওয়াতে আছে,

❏ -"হজরত আবু হুরায়রা (رضي الله عنه) হতে বর্ণনা করেন, আল্লাহর রাসূল (ﷺ) ছাওমে বিছাল,পালন করলেন। ফলে লোকেরাও এরুপ ছাওমে বিছাল পালন করতে লাগলেন এই কথা রাসূল (ﷺ) জানলেন ও তাঁদেরকে এরূপ রোজা রাখতে নিষেধ করলেন। এরুপ রাসূলে পাক বললেন আমি তোমাদের কারো মতই নই, আমার আল্লাহ আমাকে বাতেনী ভাবে খাওয়ায় ও পান করায়।

(মুসনাদে আহমদ হাদীস নং:৭৪৩৭,৭৭৮৬,৮৯০২, ২/১০২ হা:৫৭৯৫ সুনানে দারেমী হাদীস নং:১৭৪৫

মুসনাদে বাজ্জার হাদীস নং:৮৩৫৪; মুসতাখরাজ আবী আওয়ানা হাদীস নং:২৩৯৩;ছহীহ্ ইবনে হিব্বান,হাদীস নং:৩৫৭৫;ইমাম তাবারানী:মুজামুল আওছাত,হাদীস নং৫৫৩৯,মুছান্নাফে আবী শায়বাহ হাদীস নং:৯৫৮৬,মুয়াওা ইমাম মালেক ১/৩০০ হাদীস নং:৬৬৭,মুসলিম ২/৭৭৪ হাদীস ১১০২,বুখারী রোজা অধ‍্যায় ২/৬৯৩ হাদীস নং;১৮৬১, আবু দাউদ ২/৭৭৪ হাদীস নং:২৩৬০, সুনানে কুবরা নাসাঈ ২/৪১২ হাদীস নং২৩৬৩)

❏ -"হজরত আনাস رضي الله عنه নবী-করিম (ﷺ) থেকে বর্ণনা করেন নিশ্চিই নবী (ﷺ) 'ছাওমে বিছাল' পালন করতেন। ফলে লোকেরাও এরুপ রোজা রাখা শুরু করলেন অতপর: রাসূল (ﷺ) বলেনঃ- আমি তোমাদের কারো মত মানুষ নই।"

(মুসনাদে বাজ্জার হাদীস নং:৬৮৬০, ছহীহ্ মুসলীম হাদীস নং:২৬২৬, ছহীহ্ বুখারী হাদীস নং:৭২৪১, মুসনাদে আহাম্মদ হাদীস নং:১২২৪৮;ইমাম তাহাবী শরহে মুশকীলুল আছার হাদীস নং:৫৮৯৯, ইমাম বাগভী শরহে সুন্নাহ হাদীস নং:১৭৩৯,মুছান্নাফে ইবনে আবী শায়বাহ হাদীস নং:৯৫৮৫: তিরমিজি হাদীস নং:৭৭৮)

❏ -''হজরত আবু জার গিফরী رضي الله عنهবর্ণনা করে আল্লাহর নবী (ﷺ) লোকদেরকে 'ছাওমে বিছাল' থেকে নিষেধ করেন। সহাবীরা বলেন ইয়া রাসুলুল্লাহ (ﷺ) আপনিও তো এরুপ রোজা রাখেন। প্রিয় নবীজি (ﷺ) বলেনঃ আমি তোমাদের কারো মত নই, আল্লাহ আমাকে খাওয়া ও পান করায়। (তারতীবুল আমালী: ১৯৪৩)

এরুপ আরেকটি রেওয়াত লক্ষ্য করুন,

❏ -"হজরত আয়েশা رضي الله বর্ণনা করেন, আল্লাহর রাসূল (ﷺ) ছাওমে বিছাল সম্পর্কে নিষেধ করেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) আপনিও তো এরূপ রোজা রাখেন। নবিজি (ﷺ) বলেন, নিশ্চয়ই! তোমরা কেউ আমার সাদৃশ্য নও বা আমি তোমাদের কারো মত নই।

(মুসনাদে আবী ইয়ালা হাদীস নং:৪৩৭৮, মুসনাদে আহমদ হাদীস নং:২৪৯৪৫, ইমাম হিন্দী:কানজুল উম্মাল হাদীস নং:৫৩১৩)

এ বিষয়ে আরেকটি রেওয়াত লক্ষ‍্য করুণ,

❏ -"হজরত আব্দুল্লাহ ইবনে আমর رضي الله عنهবর্ণনা করেন, আমি রাসূলে পাক (ﷺ) কে দেখলাম তিনি বসে বসে নফল নামাজ পড়ছেন। আমি জিঙ্গাসা করলাম: ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আপনি বলেছেনঃ বসে নামাজ আদায় কারীর সাওয়াব দাঁড়িয়ে নামাজ পড়ার চেয়ে অর্ধেক কম। অথচ আপনি বসে বসে নামাজ আদায় করছেন? দায়াল নবীজি (ﷺ) বললেন ঠিকই কিন্তু আমি তোমাদের কারো মত না।"

(ছহীহ্ মুসলীম হাদীস নং:১২০ ইমাম তাবারানীঃমু'জামু কবীর হাদীস নংঃ১৪৪১৯;মুসনাদে আহমদ হাদীস নং:৬৮৯৪; সুনানে দারেমী হাদীস নং:১৪২৪;সুনানে আবী দাঊদ হাদীস নং:৯৫০;মুসনাদে বাজ্জার হাদীস নং:২৩৬১; ইমাম নাসাঈ:সুনানে কুবরা হাদীস নং:১৩৬৫;নাসাঈ শরীফ হাদীস নং:১৬৫৯: ছহীহ ইবনে খুজাইমা হাদীস নং:১২৩৭)

7
$
User's avatar
@Shimla1 posted 4 years ago

Comments

মাশাআল্লাহ সুন্দর শিক্ষনীয় আর্টিকেল

$ 0.00
4 years ago

মাশআল্লাহ অনেক সুন্দর পোষ্ট করেছেন সম্মানিতা বোন

$ 0.00
4 years ago

Masha allah. Onk sundor post. Allah apnar mongol koruk. Dhonnobad

$ 0.00
4 years ago