আমাদের দৈনন্দিন জীবনের সহীহ কিছু আমল🌸

▪১. আযানের জবাব দেয়া : রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে আযানের জবাব দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। (সহীহ মুসলিম, নং ৩৮৫)

আযানের জবাব : মোয়াজ্জিন আযানে যা যা বলবে তার সাথে তাই তাই বলতে হবে, শুধুমাত্র হাইয়্যা আ'লাস সালাহ্ ও হাইয়্যা আ'লাল ফালাহ বললে জবাবে সেটা না বলে বলতে হবে "লা হাউলা ওয়া লাকুওয়াতা ইল্লা বিল্লাহ"।

▪২. প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুন :

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

উচ্চারণ : "আশহাদু আল্লা- ই-লাহা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা- শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসূলুহু।"

অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তার কোন শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা:) তার বান্দা ও রাসূল। এতে জান্নাতের ৮টি দরজার যেকোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। (মুসলিম-২৩৪)

▪৩. প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। (সহিহ নাসাই, সিলসিলাহ সহিহাহ-৯৭২; বায়হাকি; ২/৪৫৮)

▪৪. প্রত্যেক ফরজ সলাত শেষে ৩৩ বার (সুবহানাল্লাহ), ৩৩ বার (আলহামদুলিল্লাহ্) ৩৩ বার (আল্লাহু আকবার) এবং এই দোয়াটি ১বার পাঠ করুন;

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ উচ্চারণ: "লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু, লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আ’লা কুল্লি শাইয়িন ক্বদীর।"

অর্থ : আল্লাহ ব্যতীত সত্য কোন উপাস্য নেই; তিনি একক, তাঁর কোন শরীক নেই; রাজত্ব তাঁরই, যাবতীয় প্রশংসা তাঁরই; তিনই সবকিছু উপর ক্ষমতাবান। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে।(মুসলিম-১২২৮)

3
$
User's avatar
@hazrat02 posted 3 years ago

Comments