সালাত, সিয়াম, হজ ও জাকাত যেমন ফরজ পর্দাও তেমন ফরজ।

সালাত ব্যক্তিকে পবিত্র করে,

সিয়াম ব্যক্তিগত তাকওয়া বৃদ্ধি করে,

হজ ব্যক্তির আত্মার প্রশান্তি আনে,

জাকাত ব্যক্তির মালসম্পদ পবিত্র ও বৃদ্ধি করে। জাকাত আদায় না করলে ধনীর সম্পদে গরিবের যে হক আছে, তা নষ্ট বা আত্মসাৎ করা হয়।

কিন্তু পর্দা পালন না করলে ব্যক্তিগত তার সাথে সাথে সমাজও ক্ষতিগ্রস্ত হয়।

1
$
User's avatar
@ousa posted 4 years ago

Comments

সুন্দর আর্টিকেল

$ 0.00
4 years ago

thank you

$ 0.00
4 years ago