ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম হচ্ছে দ্বীন যা পূর্নাঙ্গ জীবন বিধান। যা শুধুমাত্র নামায, রোজা, হজ্ব, যাকাতের মধ্যে সামাবদ্ধ নয়। জীবনের প্রতিটা কর্মে প্রতিটা কাজে ইসলামের সুষ্পস্ট বিধান রয়েছে। আর দুনিয়ার জীবনটা আমাদের জন্য পরীক্ষাস্বরূপ। দুনিয়ায় সাময়িক সুখ লাভের জন্য আল্লাহর বিধানকে অস্বীকার করে, অনন্ত্য জীবনের জন্য যদি প্রস্তত না হতে পারি ,তাহলে দুনিয়ার জীবনের কোনোই মূল্য নেই। মারা গেলেই অনন্ত জীবনের শাস্তি শুরু হয়ে যাবে। পক্ষান্তরে দুনিয়াতে যদি আমরা নিজেদের সখ-আল্লাদ, কামনা-বাসনাকে কেবলমাত্র আল্লহর সন্তুষ্টির জন্য বিষর্জন দিতে পারি তাতেই আমাদের জন্য রয়েছে চীর কল্যান। মৃত্যুর পরের জীবনে আমাদের জন্য থাকবে অফুরন্ত সুখ আর অনাবিল আনন্দ। তাই আল্লাহ তায়ালা বলেছেন যে, তোমরা কেউ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে মুমিন বলতে যে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মেনে চলতে সর্বাত্বক চেষ্টা করে, এবং না মানতে পারলে প্রচুর কষ্ট অনুভব করে এমন ব্যক্তিকে বোঝানো হয়। নামেমাত্র মুসলিম অর্থাৎ , বাপের ধর্ম ছিল ইসলাম তাই আমি মুসলিম এমন ব্যক্তির সাথে মুমিন ব্যক্তির তুলনা দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তায়ালা আমার প্রত্যেক মুসলিম ভাই-বোনদেরকে সঠিক বুঝ দান করে দ্বীনের পথে প্রত্যাবর্তনের তাওফিক দিন।(আমিন)
7
$
@hazrat02
posted
4 years ago
Nice and right