আমরা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করছি এর ফলাফল হচ্ছে-জিরো। অথচ আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করলে তার ফলাফল-মহাসাফল্য।

7
$
User's avatar
@Montasin11 posted 4 years ago

Comments

ইএরপর PLAB 1 দিয়ে ১ম বার ফেল করলাম।পরের বারে পাশ করার পর PLAB 2 একবারে পাশ করলাম।কিন্তু যেখানে চাকুরির এপ্লাই করি,কোথাও ডাক পাইনা।কারণ ১১ বার IELTS দিতে গিয়ে ৩ বছর চলে গেছে।আমি অন্য কিছুও করি নি। ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স ছিল না একদমই,যার কারণে একটা গ্যাপ পড়ে গিয়েছিল।এরমাঝে MRCP part 1 একবার দিয়ে পাশ আসল না।

আল্লাহ আমার দিকে অবশেষে চাইলেন।একটা হাসপাতালে FY1 ট্রেইনি হিসেবে সিলেক্টেড হই।২০১৪ সালে MRCP part 1,পরের বছর part 2 এবং ৪ বার পরীক্ষা দেওয়ার পর PACES পাশ করি।'

বর্তমানে Acute Medicine consultant হিসেবে কাজ করা ডা নজরুল বলেন,'I am the luckiest one.পড়াশোনা করলেই শুধু হয় না,কোন কিছুর পিছনে লেগে থাকলে সাফল্য আসবেই।সেইসাথে ভাগ্যের ছোয়াও লাগে।'

গ্রীক মিথোলজিতে ফিনিক্স পাখির গল্প পড়েছিলাম,যে নিজের ভস্মীভূত ছাই থেকে

$ 0.00
4 years ago

Stay blessed son..your father made us feel through his voice..wish you become the voice of your father..God bless

$ 0.00
4 years ago

😊😊

$ 0.00
4 years ago

ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের আখিরাতের সফলতা দান করুন.......

$ 0.00
4 years ago

আপনি সত্যি বলেছেন প্রিয়। আসলেই আমরা দুনিয়ার জন্য আখিরাতকে নষ্ট করে ফেলছি। কিন্তু আমাদের আখিরাত হল আসল ঠিকানা। আমাদের এই জীবন অস্থায়ী। কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুর পরবর্তী জীবন কে স্মরণ করে সমস্ত কাজকর্ম করা। যার মাধ্যমে আমরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবো। ধন্যবাদ প্রিয় আপনাকে এত সুন্দর একটি উক্তি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

$ 0.00
4 years ago

দ্বিতীয়_প্রফে_একবার,তৃতীয় প্রফে তিনবার ফেল করা ছেলের ভবিষ্যত চোখ বন্ধ করে বলে দেয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে ছেলেটাই যদি বিশ্বখ্যাত ইংল্যান্ড NHS এ একজন কনসালট্যান্ট হিসেবে কাজ করে,তবে ব্যাপারটা কেমন হয়?

বলছিলাম দিনাজপুর মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের ডা মোহাম্মদ নজরুল ইসলামের কথা।

'আমি ছিলাম ইন্ট্রোভার্ট স্বভাবের মানুষ। ক্লাসেও অনিয়মিত ছিলাম।এটেন্ডেন্স ছিল ২০% এর মত।ফাইনাল প্রফ প্রথমবারে ফেল করলেও দ্বিতীয়বারে করাটা ডিজার্ভ করিনি।তারপরও ফেল করলাম।রিজিকে ছিল না।সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ইন্টার্নি করার সময় ডিসিশন নিই আমি ইংল্যান্ডে চলে যাব। '

ডা নজরুলের কষ্ট এখানেই শেষ হয়নি।ইংল্যান্ডে ডাক্তারদের GMC রেজিস্ট্রেশন পেতে PLAB পরীক্ষা দেওয়ার আগে IELTS পরীক্ষার বৈতরণী পার হতে হয়।সেই IELTS পরীক্ষা উনাকে দিতে হয়েছিল ১১ বার!!!

'প্রতিবার পরীক্ষার রেজাল্ট আসত,আর আমি কাঁদতাম।একবার রাইটিং এ মার্ক আসে না তো পরের বার স্পিকিং এ আসে না।১১তম বারে যখন মার্ক আসল না,আমি চ্যালেঞ্জ করলাম এবং এক্সপেক্টেড মার্ক আসল।

এরপর PLAB 1 দিয়ে ১ম বার ফেল করলাম।পরের বারে পাশ করার পর PLAB 2 একবারে পাশ করলাম।কিন্তু যেখানে চাকুরির এপ্লাই করি,কোথাও ডাক পাইনা।কারণ ১১ বার IELTS দিতে গিয়ে ৩ বছর চলে গেছে।আমি অন্য কিছুও করি নি। ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স ছিল না একদমই,যার কারণে একটা গ্যাপ পড়ে গিয়েছিল।এরমাঝে MRCP part 1 একবার দিয়ে পাশ আসল না।

আল্লাহ আমার দিকে অবশেষে চাইলেন।একটা হাসপাতালে FY1 ট্রেইনি হিসেবে সিলেক্টেড হই।২০১৪ সালে MRCP part 1,পরের বছর part 2 এবং ৪ বার পরীক্ষা দেওয়ার পর PACES পাশ করি।'

বর্তমানে Acute Medicine consultant হিসেবে কাজ করা ডা নজরুল বলেন,'I am the luckiest one.পড়াশোনা করলেই শুধু হয় না,কোন কিছুর পিছনে লেগে থাকলে সাফল্য আসবেই।সেইসাথে ভাগ্যের ছোয়াও লাগে।'

গ্রীক মিথোলজিতে ফিনিক্স পাখির গল্প পড়েছিলাম,যে নিজের ভস্মীভূত ছাই থেকে পুনর্জন্ম নেয়।নজরুল ভাইও সেই ফিনিক্স পাখিকেই প্রতিনিধিত্ব করেন।

রাগে ক্ষোভে জিদে নিজের ফাইনাল প্রফের মার্কশীট পুড়াতে চাওয়া ছেলেটার গল্প আগামীদিনের স্বপ্ন পূরণের প্রেরণা।

Dr Mohammad Nazrul Islam Dj-04 MBBS,MRCP(UK) Consultant of Acute Medicine NHS,UK

©Humans Of Medical

ক্যাম্পাস ডেলিগেট, ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ(২০১৭-১৮)

$ 0.00
4 years ago

সুন্দর কথা বলেছো ভাই

$ 0.00
4 years ago

thankx dear Gee brother, I will say all the sweet words, pray, always do better in the future and what will come tomorrow

$ 0.00
4 years ago

Thank you bro

$ 0.00
4 years ago

wellcome brother souppt me

$ 0.00
4 years ago

😊🤗🤗🤗

$ 0.00
4 years ago