*****সমাজে প্রচলিত কিছু শিরক**
০১) আপনি ছিলেন বলেই আজকে রক্ষা পেলাম। ০২) মাঝি ভাল বলে নৌকা ডুবল না। ০৩) ড্রাইভার ভাল বলে দুর্ঘটনা ঘটলো না। ০৪) আমি আপনার উপরই ভরসা করছি। ০৫) আপনি ছাড়া আর কে সাহায্য করবে। ০৬) দয়াল বাবা, পীর বাবা, দয়ার নাবী আমাই রক্ষা কর। ০৭) তুমিই শুধু আমার একমাত্র ভরসা। ০৮) তুমিই শুধু আমাকে বাচাতে পার। ০৯) কোন পুরুষের প্রথম স্ত্রী মারা জাবার পর দ্বিতীয় বিয়ের পর দুটি মূর্তি করে ঘরে রাখা হয় যেন প্রথম স্ত্রী দ্বিতীয়কে জ্বালাতন না করে। ১০) ৭৮৬ কে আল্লাহ্র নাম বা বিসমিল্লাহ মনে করলে শিরক হয়। ১১) হাতে যেকোনো ধরনের সূতা বাঁধা শিরক। ১২) কোমরে কাল সূতা বা ডোরা বা বিছাহ বাঁধা শিরক। ১৩) ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়া শিরক। ১৪) কুরআনের কসম,ছেলের কসম,মাথার,চোখের কসম, মায়ের কসম, বাঁশের কসম, মাটির কসম, মসজিদ দাঁড়াইয়া বলছি, এই বলে কসম করা। অর্থাৎ যে কোন ধরনের কসম করা। ১৫) যাত্রা শুরুর সময় যে কোন বাধা পাওয়া।যেমনঃ-পায়ে হোঁচট খাওয়া, পেছন থেকে ডাকা। যাত্রা অশুভ বলে ধারণা করাও শিরক। ১৬) রাতের বেলা ঝাড়ু দিয়ে বাইরে ফেলা জাবেনা মনে করলে শিরক হয়। ১৭) রাতে টাকা ধার দেয়া জাবেনা,ধার দিলে অমঙ্গল হবে বলে মনে করা শিরক। ১৮) রবিবারে বাঁশ কাটা জাবেনা। ১৯) সকালে যে কোন শানা বা ভর্তা আথবা ডিম খেয়ে সফরে যাওয়া যাবেনা। ২০) মহররম মাসে বিয়ে করা যাবেনা। ২১) সকালে বা যেকোনো সময় বাড়িতে কোদাল কাধে করা যাবেনা। ২২) সন্ধ্যার পর কোন কিছু লেনদেন করা যাবেনা(বাড়িতে) ২৩) জামা বা জোড়া কলা খেলে জামা বা জোড়া সন্তান হয়। ২৪) দুর্ঘটনা না ঘটার কারণ মনে করে(গাড়ীর সামনে বা পেছনে টায়ার, জুতা অথবা স্যান্ডেল ঝুলিয়ে রাখলে। ২৫) যে কোন জড় বস্তুকে সম্মান দেখানো তথা তাযীম করা বা তার সামনে নিরবতা পালন করা শিরক। ২৬) আল্লাহর ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদাত করা শিরক। যেমনঃ- নামায লম্বা করা বা সালাম দেয়া (লোক দেখানোর উদ্দেশ্যে) ২৭) আল্লাহ ব্যাতিত কোন গণক বা অন্য কেউ গায়েব জানে এই কথা বিশ্বাস করা শিরক। ২৮) ভাগ্য গণনা বা লটারি কেটে ভাগ্য গণনা করা শিরক। যেমনঃ- কবিরাজের কাছে, পীরের কাছে, পাখী দারা, আথবা জ্বিন দ্বারা। ২৯) লটারি কাটা শয়তানের কাজ। ৩০) হাতের রেখা দেখে ভাগ্য গননা করা শিরক।টিকটিকিতে টিক টিক করা মানে সে অবস্থায় নেয়া সিধান্ত কে সঠিক বলে ধারণা করা শিরক। ৩১) তার ভবিষ্যত অন্ধকার, তার কপালে বহু কষ্ট আছে, এইধরনের গায়েবি কথা কাউকে বলা শিরক। ৩২) আল্লাহর ছাড়া কোন পির-আওলিয়া এবং কোন মাজারের নিকট দুয়া করা বা কোন কিছু চাওয়া শিরক। ৩৩) মৃত ব্যাক্তির কবরের কাছে গিয়ে কোন কিছু চাওয়া শিরক। যেমনঃ- নাবীর কবরের কাছে গিয়ে, পীরের কবরের কাছে গিয়ে, পুকুরের কাছে চাওয়া বা মানত করা, গাছের কাছে চাওয়া বা মানত করা। ৩৪) মাজারে ও কোন পির-ফকির কিংবা কারো নিকট সিজদা দেয়া শিরক। ৩৫) আল্লাহ ছাড়া অন্য কারো বা যেকোন পির-আওলিয়া কিংবা মাজারের নামে মানত করা শিরক। (সহিহ বুখারি অধ্যায় তাকদির) ৩৬) যে ঘরে ছবি বা মূর্তি থাকে সে ঘরে নামাজ হবে না। যেমনঃ- ক্যালেন্ডারে যেকোনো জীবজন্তুর ছবি, ঘরে বা সুকেশে সাজানো যে কোনো ধরণের মূর্তি, দেওয়ালে সাজানো পারিবারিক ছবি বা যেকোনো ধরণের ছবি।
Good information