কতই না সৌভাগ্যবান তারা যাদের রব্বে কারীম বাইতুল্লাহর মেহমান হিসেবে বেচে নিয়েছেন ইয়া রাব্বি, মৃত্যুর পূর্বে একটিবারের জন্য কাবা ঘর দেখার সুযোগ করে দিও
কাবা ঘরের গিলাফ স্পর্শ করতে দিও... প্রিয় নবীজির দেশের মাটির
ধূলোয় এ হ্রদয় সিক্ত করে দিও গো রাব্বি।

4
$
User's avatar
@Habiba posted 4 years ago

Comments