একঝাঁক~জোনাকির~আলো🍁 writer~হাফসা~আলম 🍂 . . ৫১.(অন্তিম পাতা)


ভালোবাসি, ভালোবাসি,ভালোবাসি।নিভ্র সাফার সাদা ব্যান্ডেজ কালো কালিতে ভড়িয়ে দিয়েছে।শুধু এই কথাটা লিখে।সাফা দারুন অবাক।সাথে বিরক্ত। বিরক্ত নিয়েই সাফা বললো, ---" এসব কি করছেন??কালই এগুলো খুলে ফেলা হবে আর আপনি এসব লিখছেন কেনো??" নিভ্র মার্কারের ঢাকনা লাগাতে লাগাতে বললো, ---" ইচ্ছে হলো তাই।দেখো কত সুন্দর লাগছে!!" সাফা হাসলো।লোকটা পাগল।এতটা ভালোবাসা হয়??এটাই সে ভেবে পায় না।ঢাকা আসার পর থেকেই নিভ্র খুব ব্যস্ত হয়ে পড়েছে।ডাক্তারিটা আবার শুরু করেছে সম্পূর্ন দমে।মডেলিং ছেড়ে দিয়েছে।সে এখন সময় বাঁচাতে চায়।পরিবারের সাথে থাকতে চায়। গল্প, আড্ডায় মেতে থাকে তাদের বাড়ি।মানুষের প্রকৃত সুখ মনের সুখ।আর পরিবারের সাথে থাকলেই সেই মনের সুখ পাওয়া যায়।নিভ্র প্রতিদিন কয়েকবার করে সাফাকে দেখতে আসে।সময় পেলেই ছুটে আসে।গল্প খুনশুটিতে কয়েক মাস পার হয়েগেছে। সাফার পায়ের প্লাস্টার কাল খুলবে।আর তার পরেই তাদের বিয়ের অনুষ্ঠান হবে।আজও প্রতিদিনের মত বিকেলে নিভ্র সাফাদের ঘরে হাজির।সাফা তখন ঘুমাচ্ছিল।তাই নিভ্র টেবিলের মার্কার দিয়ে এসব লিখেছে বসে বসে।নিভ্র চেয়ার ছেড়ে বিছানায় বসে।সাফার পিছনের চুলগুলো খুলে আছে।নিভ্র নিজের হাতে চুল সরিয়ে হাত খোঁপা করে।নিভ্র খোঁপা করে পিছন থেকে সাফার কোমড় জড়িয়ে ধরে।কাঁধের উপড় থুঁতনি রাখে।সাফা নড়ে উঠে।পিছনে ঘুড়তে চায় কিন্তু পারেনা।নিভ্র জাপ্টে ধরে আছে শক্ত করে।মনে হচ্ছে নিজের মাঝে সাফাকে নিয়ে নিচ্ছে।নিভ্র ফিসফিস করে সাফার কানে বললো, ---" সব শপিং শেষ।কাল নিয়ে আসবে।পরের দিন হলুদ আর এর পরে বিয়ে।আচ্ছা বিয়ে আর হলুদ একদিনে হলে কি হয়??" নিভ্রর ভারী নিঃশ্বাস সাফার কাঁধময় ধাক্কা খায়।সাফা শিউড়ে উঠে।লাজুক হেঁসে বলে, ---" জানি না।" নিভ্র আর একটু গভীর ভাবে জড়িয়ে বলে, ---" আমি সব একদিনেই করবো।" সাফা ঘাড় ঘুড়াতে চায়।নিভ্রর গালে বাড়ি খায় সাফার গাল।নিভ্র হালকা চাপা দাড়ি ঘঁষে দেয়।সাফা নড়েচড়ে বললো, ---" আরে এমন হয় নাকি??একদিন হলুদ আর একদিন বিয়ে। এটাই নিয়ম!!" ---" এসব নিয়ম টিয়ম নিভ্র কোনো কালেই মানে নি আজও মানবে না।আমি আঙ্কেলের সাথে কথা বলবো।বাসার সবার সাথে কথা হয়েগেছে।" ---" মানে কি??" ---" তোমাকে এত বুঝতে হবে না।" বলেই সাফার গালে গাল ঘঁষে। সাফার গাল লাল হয়ে উঠে। ধমকের সুরে সে বলে, ---" ছাঁড়ুন।" নিভ্র দু'হাতে সাফার কোমড় আরো জড়িয়ে বললো, ---" ছাঁড়বো বলে তো ধরিনি বাবু।" সাফা রাগে কটমট করে বলে, ---" আবার বাবু??কত বার বলবো বাবু ডাকবেন না!" নিভ্র হাসে।বলে, ---" বাবুই ডাকবো।যত নিষেধ করবে তত বেশি ডাকবো।" সাফা ঘাড় ঘুড়িয়ে তাকায়।নিভ্রও তাকায়।হঠাৎ দুজনে এক সাথে ফিরতেই ঠোঁটে বাড়ি খায়।সাফা চমকে মাথা সরিয়ে ফেলে।নিভ্র নিজেও শক্ট হয়ে বসে থাকে।স্তব্ধ সে।সাফা চোখবুজে মুখ কুঁচকায়।লজ্জায় তার দৌড়ে পালাতে ইচ্ছে করছে।নিভ্র হা হয়ে এখনো আগের মত থেকে বললো, ---" তোমার ঠোঁট এত তুলতুলে!!" সাফা লজ্জায় লাল হয়।কোম্পিত হয়ে সাফা সরে বসে।নিভ্রর হাত আলগা হয়ে আছে।সে এখনো থ। ---" কি তুলতুলে গো নিভ্রজিজু।" সাফা চমকে তাকায়।ঝুমাকে দেখে আরো দুরে ছিঁটকে যায়।লজ্জায় কুঁকড়ে যায় সাফা।নিভ্র অনমনেই বলে উঠে, ---" সাফারানীর ঠোঁট।" সাফা বিস্ফরিত চোখে নিভ্রর দিকে তাকায়।ঝুমা ভ্রু কুঁচকে বললো, ---" কি????" নিভ্র চোখ ঝাঁকায়। ঝুমার দিকে তাকিয়ে হাত পিছনে দিয়ে মাথা চুলকায়।জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, ---" আরে না তেমন কিছু না।কখন এলে বলো??" ঝুমার এখনো সব মিলাতে ব্যস্ত।নিভ্র কাশি দেয়।ঝুমা ফিড়ে তাকিয়ে বলে, ---" জিজু আমি মনে হয় অন্য কিছু শুনেছি??না রে সাফা??" সাফা হা করে বলে, ---" জানি না।" ---" আরে জিজু ঠ।" ঝুমা থামে।দাঁত বের করে হেসে ফেলে। তারপর বললো, ---" বুঝে গেছি।বুঝে গেছি।আর বলা লাগবে না।" সাফা অবাক হয়ে বললো, ---" কি বুঝলি??" ---" ঠোঁটের মামলা বুঝে গেছি।" সাফা লজ্জায় আবার মাথা নত করে।অপ্রস্তুত হয়ে পড়ে সে।লজ্জায় গলায় কথা আঁটকে যায় তার।ঝুমা হেসে ফেলে।পাশে বসে বলে, ---" জিজু বিয়ে কবে করবেন??" ---" একদিন পরেই।মানে কালকের দিন বাদে।" ঝুমা মহা অবাক।সে বললো, ---" মানে।কাল বাদেই বিয়ে??" ---" হুম।এমনেই অনেক দেরি হয়েগেছে।" ---" আর কাল কি হলুদ?" ---" কাল সাফার প্লাস্টার খোলা হবে তাই হলুদও বিয়ের দিন হবে।" ঝুমা অবাক হয়ে একবার নিভ্রর দিকে আর একবার সাফার দিকে তাকায়।তারপর হেসে বলে, ---" অবশেষে বিয়ে!!!" নিভ্র সাফাও হেসে একে অপরের দিকে তাকায়।


সাফাদের বাড়ির সামনে খোলা জায়গা।সেখানেই এস্টেজ করা হয়েছে।সাফার গায়ে হলুদ হবে এখানে।নিভ্র হলুদ করবে না।তার এসব ভালো লাগে না।সাফার হলুদে নিভ্র আর আরিফ বাদে সবাই এসেছে।সাফার ব্যান্ডেজ খোলার পরে সে হাঁটতে পাড়ছে কিন্তু সম্পূর্ন না।ধরে ধরে হাটে এখনো সে।সাজ বলতে তেমন কিছু না।হলুদ শাড়ি পড়েছে সাফা।গায়ে কাচ

3
$
User's avatar
@Monir posted 4 years ago

Comments