"অনেক সময় প্রিয় মানুষটার কাছে ইচ্ছা করেই হেরে যাওয়া উচিত... এই হেরে যাওয়ায় লজ্জা নেই, বরং মানুষটার প্রতি ভালোবাসা কতটুকু সেটা উপলব্ধি করা যায় !! . শুধুমাত্র নিয়ম করে খোজ নেয়া কিংবা প্রিয় মানুষটার প্রতি তোমার কেয়ার করার উপর ডিপেন্ড করেনা যে তুমি তাকে ভালোবাসো... অনেক সময় নিজের ইগো, রাগ কিংবা ত্যাগ বিষর্জন দিয়ে মানুষটাকে বুঝাতে হয় তুমি তাকে ভালোবেসে হারও মেনে নিতে পারো !! . যে মানুষটা হার মেনে তোমাকে জয় এনে দিতে পারে কিংবা তোমাকে ভালো রাখার জন্য নিজেকে বিষর্জন দেয়, সেই মানুষটা আর যাই করুক তোমাকে কখনো ঠকাবে না... বরং তোমাকে ভালোবেসে নিজে ঠকে যাবে বারবার !! . মনে রেখো, সব হারার মাঝে কিন্তু হার থাকে না... অনেক সময় হেরে যাওয়ার মাঝেও কিন্তু জয়ের তৃপ্তি পাওয়া যায়... তুমি জিতে গিয়ে যে আনন্দটা পাবে অনেক সময় এর থেকেও বেশি তৃপ্তি পাবে যদি জিতে যাবে জেনেও হেরে যাও, যা সবাই বুঝতে পারে না !! . প্রিয় মানুষটার খুশির জন্য তার কাছে একটু হেরে যাওয়াতে লজ্জার কিছু নেই, বরং মানুষটা তোমার উপর আরো বেশি আস্থা রাখতে পারে... তোমার উপর ভরসা করতে পারে... কারণ মানুষটা তোমার উপর এটুকু বিশ্বাস রাখে যতো যাই হোক, তুমি তাকে হারিয়ে দিবে না !! . নিজেকে খুশি রাখার চেয়ে প্রিয় মানুষটাকে খুশি রাখতে পারা আনন্দের... সবাই যখন নিজেকে খুশি রাখতে গিয়ে ব্যস্ত থাকে, তখন কেউ যদি তোমাকে খুশি রাখার মাঝে ব্যস্ততা খুঁজে নেয়, তাহলে ঐ মানুষটা আর যাই হোক তোমাকে কখনো তার নিজের ব্যস্ততার অজুহাত দেখাবে না !! . দিনশেষে যদি এমন একটা মানুষ তোমার জীবনে থাকে তাহলে তুমি বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী... কারণ সবাই এমন মানুষের সন্ধান পায় না... এমন মানুষকে হারাতে নেই, এদের মায়ার চাদরে আগলে রাখতে হয়... এমন মানুষ থেকেও যদি হারিয়ে ফেলো তাহলে সবার আগে তুমি নিজেকে হারিয়ে ফেলবে !!" :)

2
$
User's avatar
@Monir posted 4 years ago

Comments