ছেলেদের কে কখনো দায়িত্ব জ্ঞান শেখাতে হয়না!! একটা ছেলে যখন কাউকে সত্যিকারের অর্থে ভালোবাসে,, তখন সে শুধু প্রেমিক না, তখন সে একজন দায়িত্ববান পুরুষ,, দেখা করার সময় পর্যাপ্ত টাকা না থাকলেও কোনোভাবে টাকা ম্যানেজ করে নিজে পায়ে হেঁটে হলেও প্রিয় মানুষটার জন্য গিফট নিয়ে যেতে বা খাবারের বিল দিতে জানে এরা। যাওয়ার সময় রিকশায় উঠিয়ে দিয়ে বলে দেয় 'মামা,সাবধানে পৌঁছায় দিয়েন' 'বাসায় পৌঁছে ফোন দিও কিন্তু'। অনেক সময় রিকশা ভাড়াটা ও দিয়ে দেয় অথচ নিজে কিভাবে যাবে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল থাকে না! 😥 একটা ছেলেকে কখনো বোনের দায়িত্ব নেয়া শিখিয়ে দিতে হয়না। অগোছালো, খামখেয়ালি ছেলেটাও তার সবটুকু দিয়ে বোন কে আগলে রাখতে জানে। বাবা-মার পর একজন ভাই ই বোনের সবরকম বিপদে,দুঃখে পাশে থাকে। সমাজের যেকোনো খারাপ পরিস্থিতিতে একজন ভাই ই তার বোনকে সব বিপদ থেকে রক্ষা করে! নিজেকে যে যাই বলুক কিন্তু তার বোনের দিকে কেউ আড়চোখে তাকালে সে আর ছেড়ে কথা বলে না! ছেলেদের কখনো দায়িত্বজ্ঞান শেখাতে হয়না। রাস্তা পার করে দেয়ার সময় সে জানে একটা মেয়েকে ডান সাইডে রেখে রাস্তা পার করে দিতে, ২৪ ঘন্টায় ২৪ বার ভালোবাসি না বলা ছেলেটা হয়তো আনরোমান্টিক হতে পারে, কিন্তু দিনশেষে শত ব্যস্ততা হলেও 'খেয়েছো,শরীর ভালো' কিনা জিজ্ঞেস করতে ভুলে নাহ! ছেলেরাও মানুষ, রোবট না! ওদেরও ভালোবাসা, আবেগ, অনুভূতি আছে। সবসময় এমন সুন্দর আর প্রানবন্ত থাকুক তাদের আধো আধো হাতে প্রিয়মানুষের জন্য কেয়ার, ভালোবাসাগুলো।😍

4
$
User's avatar
@Monir posted 4 years ago

Comments

Nice

$ 0.00
4 years ago