ঘুমাতে যাওয়ার আগের ৮টি গুরুত্বপূর্ণ আমল। .🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

আসুন সহীহ হাদিসের আলোকে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ৮টি আমল করার চেষ্টা করি। . (১) দুই হাতের তালু একত্রে মিলিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাতে ফুঁ দিবে : তারপর দুই হাতের তালু দ্বারা দেহের যতোটা অংশ সম্ভব মাসেহ করবে। মাসেহ আরম্ভ করবে মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে। (এভাবে ৩ বার করবে।) (বুখারি-৫০১৭)।

(২) প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসী পড়বে শয়তান সারা রাত তার নিকটে যাবে না। (বুখারি-২৩১১)। অন্য হাদিসে বলেনঃ সারারাত একজন ফেরেশতা তাকে পাহারা দিবে।

(৩) রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ ২ আয়াত (আ-মানার রাসূলু–) তেলাওয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে (জান্নাতে যাওয়ার জন্য) । (বুখারি- ৪০০৮)।

(৪) প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) বলেছেন, রাতে (কুল ইয়া আইয়্যু হাল কা-ফিরুন) (অর্থাৎ সূরা কা-ফিরুন) পাঠ করা শির্ক থেকে মুক্তি পেতে উপকারী। (সহীহ তারগীব-৬০২)।

(৫) একদা রাসূলুল্লাহ (সা.) তার সাহাবাদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলকে বিষয়টি ভারী মনে হলো। বলল, একাজ আমাদের মধ্যে কে পারবে, হে আল্লাহ রাসূল?! তিনি বললেন, সূরা ইখলাস হল এক তৃতীয়াংশ কুরআন।(বুখারী- ৫০১৫)।

(৬) রাসূলুল্লাহ (সা.) যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তাঁর ডান হাত তাঁর গালের নীচে রাখতেন, তারপর এ দো‘আটি বলতেন। ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑِﺎﺳْﻤِﻚَ ﺃَﻣُﻮﺕُ ﻭَﺃَﺣْﻴَﺎ (আল্লাহুম্মা বিস্মিকা আমূতু ওয়া আহ্ইয়া)। ‘হে আল্লাহ ! আপনার নাম নিয়েই আমি মরছি (ঘুমাচ্ছি) এবং আপনার নাম নিয়েই জীবিত (জাগ্রত) হবো।’(বুখারি- ৬৩২৪)।

(৭) প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) হযরত আলী এবং ফতেমা (রাঃ)- কে বলেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিবো না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, এবং ৩৪ বার আল্লা-হু আকবার বলবে, তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। (বুখারী- ৩৭০৫)।

(৮) প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) বলেন, যে ব্যাক্তি প্রত্যেক রাতে তাবারকাল্লাযী বিইয়াদিহিল মুলক (সুরাহ মূলক) পাঠ করবে এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন (নাসাই) [মাগরিবের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত পড়তে পারবেন, উপরের অন্য আমলগুলো ঘুমানোর আগে করবেন]

7
$
User's avatar
@Kaikakaifa123 posted 3 years ago

Comments

I learned your words very well. You write very well.

$ 0.00
3 years ago

Thanks sister..........

$ 0.00
3 years ago

Wow . Khub Sundor article . This article is very informative for us . Everyone should read this article

$ 0.00
3 years ago

Thanks brother.....

$ 0.00
3 years ago