-আজ মাঘী পূর্ণিমা. -শহরের অসীম রংয়ের মধ্যে শ্রীমন্ত মুখোপাধ্যায় এর বাড়িটা আজ ঠিক যেন শহরের উজ্জ্বল ফুটে থাকা একটা তারা বলে মনে হচ্চে. -শহরের সম্ভ্রান্ত পরিবারের মধ্যে একটা বাড়ি এটা -আগে তারা গ্রামে থাকতেন সেখানে ঠিক তাঁদের আর্থিক অবস্থা টা ভালো ছিলো না -একদিন তার মা এর জমানো যত গয়না গাটি ছেলে শ্রীমন্ত এর হাতে তুলে দিয়ে তার মা বলে জীবনে কিছু একটা করতে -এবং তার বাবা তাদের সমস্ত সম্পত্তির 70 শতাংশ বন্দক রেখে দেয় যাতে সে জীবনে ভালো কিছু একটা করতে পারুক

  • তারপর শ্রীমন্ত শহরে আসে -প্রথমে ছোট্ট করে শুরু করে -তারপর আস্তে আস্তে তাদের ব্যবসা টাকে বড়ো করে তোলে
  • যেদিন সে প্রথম রোজগার করে বাড়ি ফেরে মাকে প্রণাম করে সে বলেছিলো. তার মায়ের জন্যই নাকি আজ সে এত উন্নতি করতে পারছেন
  • তারপর সমস্ত টাকাটা তাকে তুলে দেয় -বিয়ে হয় শ্রীমন্তর (আজ প্রায় 22 বছর কেটে যাই এমনিই ) -যাই হোক আজ মাঘী পূর্ণিমা -হৈ হুল্লোড় বয়ে যাচ্চে সারা বাড়িময় -সারা বাড়িটা কেজি কেজি ফুলের সমাহার
  • আজ কৃষ্ণ পুজো বাড়িতে কৃত্তনের আয়োজন করা হয়েছে -সুদূর নদিয়ার নবদ্বীপ থেকে একজন বিখ্যাত কৃত্তনীয়া যার নাম নটরাজ গোস্বামী তিনি তার গায়েন ও বায়েন দের নিয়ে আসছেন
  • আসার পর তিনি শ্রীমন্ত বাবুর বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন
  • প্রশংসা করলেন তার বাড়ির
  • জিজ্ঞাসা করলেন আচ্ছা কেকে আছেন আপনাদের পরিবারের? -হেসে তিনি উত্তর দিলেন আমি আমার স্ত্রী এক 21 বৎসরীয় পুত্র, আর বাবা অনেক আগেই গত হয়েছেন আরররর...
  • মানে আমার মা. -কোই তাকে তো দেখতে পাচ্ছিনা?
  • না মানে আমার স্ত্রী এর সাথে রোজ দিন খিটি মিটি লেগেই থাকতো
  • তাই মাকে "বৃদ্ধাশ্রমে "রেখে এসেছি
  • তিনি হতচকিত হয়ে প্রশ্ন করলেন " বৃদ্ধাশ্রম "? -হুমমমম -তাহলে আপনার বাড়িতে এই হরিনাম করানোর কি অর্থ?
  • মানে বুঝলাম না.
  • বুঝলেন না? -না -যে বাড়িতে মা বাবার স্থান নেই সেখানে ভগবান কি করে বিরাজমান হবেন বলতে পারেন???????
  • " বাড়ি যদি মন্দির হয় তবে মা বাবা ভগবান " তাই যে বাড়িতে মা বাবার জায়গা নেই সেটা বাড়ি নয় , শুধু মাত্র চারটে দেয়াল -আচ্ছা নটরাজ বাবু আগামী বছর আপনি যখন আবার এ বাড়িতে পা দেবেন আমার মা কে দেখতে পাবেন আপনি ( এক বছর পর সেই দিনটা )
  • আমার ভুল হয়ে গেছে নটরাজ বাবু
  • আচ্ছা কেন?
  • আমার মা প্রচন্ড অসুখে ভুগছিলেন গত একবছর ধরে কিন্তু আমাকে জানাননি আমাকে পাছে আমি কষ্ট পাই প্রায় ছ মাস আগে আমি খবর পেয়ে আমি সেখানে গেলে মা আমাকে বলেন বাবা শিমু এই আমার শেষ ইচ্ছা পূরণ করবি??
  • বলো মা
  • এই ঘরটাতে একটা ফ্যান লাগিয়ে দিবি? -কিন্তু মা তুমি তো আর দু চারদিন বাঁচাবে তাহলে .ফ্যা.ন.....?
  • তোর ছেলের ও তো 21 বছর হলো বাবা কদিন বাদে বিয়ে সাদি দিবি তাই পরবর্তী কালে তোর যাতে অসুবিধা না হয় সে জন্যই বললাম.
  • মা.......?? অশ্রু ধারা বয়ে গেল দুজনার
  • মা শেষ নিঃস্বাস ত্যাগ করলো...
5
$
User's avatar
@Azhar23 posted 4 years ago

Comments