এক কাননে ফুটেছিল রক্ত জবা ফুল
জীবন নদীর তরী বেয়ে পায়নি জবা কূল ।
প্রজাপতি উড়ে বেড়ায় সকল ফুলের মাঝে
চুপটি মেরে দেখে জবা থাকে ভীষণ লাজে ।
ফুলের মালি পানি ঢালে সকল গাছে রোজ
এই জবাটি কেমন আছে নেয়নি কেউ খোঁজ ।
ঢেউয়ের মতো রক্তনালী বইছে জবার বুকে
অভিমান কষ্টগুলো সইছে ধুঁকে ধুঁকে ।
ঝরে গেল সেই জবাটি অজানা এক ভোরে
খুঁজছে মালি রক্তজবা নেশায় মাতাল ঘোরে ।
এক কাননে ফুটেছিল রক্ত জবা ফুল জীবন নদীর তরী বেয়ে পায়নি জবা কূল । প্রজাপতি উড়ে বেড়ায় সকল ফুলের মাঝে চুপটি মেরে দেখে জবা থাকে ভীষণ লাজে । ফুলের মালি পানি ঢালে সকল গাছে রোজ এই জবাটি কেমন আছে নেয়নি কেউ খোঁজ । ঢেউয়ের মতো রক্তনালী বইছে জবার বুকে অভিমান কষ্টগুলো সইছে ধুঁকে ধুঁকে । ঝরে গেল সেই জবাটি অজানা এক ভোরে খুঁজছে মালি রক্তজবা নেশায় মাতাল ঘোরে ।