Join 98,934 users already on read.cash

কবিতা : মায়ের আগমন

মা আসছে - প্রকৃতি ও তাই সাজছে ফুলগুলো ফুঁটছে পাতাগুলো নাচছে । পাখিরাও আজ তাই নতুন সুর তুলছে মা কে তো শোনাতে হবে আগমনীর গান যে। নীল আকাশে রংধনু সেজেগুজে আছে মা আসছে বলে তাকে রঙিন করে সাজাতে। ফুলেরাও আজ তাই হিংসায় মরে শিউলী ও এসেছে যে মাকে সাজাতে জবা ফুল সেতো আজ লজ্জায় লাল তাকেই যে করতে হবে মায়ের দেখভাল। মা যে রুপের রানী চোখেতে তার হিমালয়খানি , মুখের হাসিতে তার পদ্মফুল ফোঁটে জানি। মা আমাদের অন্নপূর্ণা মঙ্গলদায়িনী তার কৃপায় শেষ হোক জগতের পাপাচার কাহিনী। পৃথিবীটা ভরে গেছে রোগ, ব্যাধি,জ্বরাতে মা এবার রক্ষা করো, তোমার এই ধরাকে। আমরা যতো পাপী আছি করো সবার বিনাশ পৃথিবীটা হয়ে উঠুক নতুন শান্ত এক আবাস। লেখা :রাকিবুল হাসান

3
$
User's avatar
@Rakibul287476 posted 2 years ago

Comments