আচ্ছা সবার মনেই প্রশ্ন তাতো অবশ্যই জাগে? মহাবিশ্বের শেষ কোথায়? তাই না।

আমরা যা দেখেছি তার সবকিছুই মহাবিশ্ব ধারণ করে আছে। বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন যে এই প্রশ্নটার কোন মানে হয়না কারণ যদি মহাবিশ্বের শূন্য থেকে সৃষ্টি হয়ে থাকে সবকিছু ধারণ করে থাকে তাহলে মহাবিশ্বের বাইরে কি আছে বা এর শেষ কোথায়।প্রশ্নটা অনেকটা এরকম উত্তর দিকের উত্তর দিকে কি আছে অথবা বৃত্তের শেষ প্রান্ত কোথায় জিজ্ঞেস করার মত। কেউই নির্দিষ্টভাবে বলতে পারেনা যে মহাবিশ্বের শেষ কোথায়। এর শেষ আছে কিনা । আমি যদি আর একটু গভীরে গিয়ে চিন্তা করি। মহাবিশ্ব যেহেতু শূন্য থেকে সৃষ্টি তাই আপনি বলতে পারেন না যে এর শেষ টা কোথায় বা শুরুটা কোথায়। আপনি কেবল এই ব্যাপারটাতে অনুমান লাগাতে পারেন। টা ছাড়াও মহাবিশ্বের আঁকার সময় সময় পরিবর্তিত হতে থাকে। সৃষ্টির শুরুতে মহাবিশ্ব যেমন ছিল এখন কিন্তু আর তেমন নেই। যেমন আমরা পাচ্ছি নতুন নতুন গ্রহ তেমনি আবার অনেক তারা অস্তিত্ব মিটেছে। এক দিয়ে মহাবিশ্বের কিছু কিছু জিনিস যেমন বৃদ্ধি পাচ্ছে অন্যদিক দিয়ে আবার কিছু কিছু জিনিস ধ্বংস হচ্ছে। অর্থাৎ আপনি বলতে পারেন যে মহাবিশ্ব এক দিক দিয়ে প্রসারিত হচ্ছে আবার অন্যদিক দিয়ে কমছে। মহাবিশ্বের শেষ বা শুরু বলতে কিছু নেই আসলে এর প্রসারণ আছে । মানুষের পক্ষে এটা জানা সম্ভব যে এটা প্রসারণ কতটুকু হচ্ছে বা এর কি কি জিনিস ধ্বংস হচ্ছে। এটা বলা সম্ভব না যে এটা অর্থাৎ মহাবিশ্ব শেষ কই। আচ্ছা আপনারা বলুন তো মহাবিশ্বের শুরুতে যেমন ছিল এখনো কি ঠিক তেমনি আছে। আগে মানুষ ভাবতো সূর্য এবং অন্যান্য গ্রহ পৃথিবী কে কেন্দ্র করে ঘুরে তাইতো। আগের মানুষের ধারণা ছিল এটা। কিন্তু সময়ের সাথে সাথে আমরা জানতে পেরেছি যে আসলে পৃথিবী এবং অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে । এভাবে মহাবিশ্বের প্রত্যেকটা ব্যাপার সময় সময় বদলাতে থাকে। কখনোই নির্দিষ্টভাবে বলতে পারবোনা যে মহাবিশ্বের শেষ আছে নাকি নেই।

আমরা কেবল ধারণাটাই দিতে পারব কখনো এটা বলতে পারবো না যে এর শেষ প্রান্ত আছে। সৃষ্টির শুরু থেকে মহাবিশ্ব প্রসারিত হয়ে যাচ্ছে আগেও হত এখনো হচ্ছে আবার এর অনেক কিছুর অস্তিত্ব মিটে যাচ্ছে। কেবল এটা বলতে পারি মহাবিশ্বের একদিকে যেমন প্রসারণ ঘটে অন্যদিকে তেমন কিছু কিছু জিনিসের অস্তিত্ব মিটে যায়।

1
$
User's avatar
@suraiyakter posted 3 years ago

Comments