পুড়িয়ে দিলাম, উড়িয়ে দিলাম বুকের মাঝে গুঁড়িয়ে দিলাম তোর নরকের খবর পেলাম না তোর নরকের খবর পেলাম না । ছাই মেখেছি শরীর জুড়ে তোর শ্মশানে পলাশ ওড়ে তোর চাদরে আদর পুড়ে উড়ছে কাজল রা তোর নরকের খবর পেলাম না তোর নরকের খবর পেলাম না । ভাঙবি কত, গড়বি কাকে? মরবে পাখি ভোরের ডাকে দেখবে বসে অন্ধ যত মন্দ কাকে বলে তোর নরকের খবর পেলাম না তোর নরকের খবর পেলাম না । যতবার ছুঁয়েছি কাঁচ তুই জল হয়ে গেছিস তুই কান্না হয়ে দেওয়ালে দেওয়ালে পাথর তোর শরীর আমার শহর একলা হয়েছে নিজের অসুখ কাফান দিলাম, দাফান দিলাম তোর কবরে গোলাপ দিলাম তোর নরকের খবর পেলাম না তোর নরকের খবর পেলাম না ।।

2
$
User's avatar
@shuvradev1994 posted 3 years ago

Comments

Nice writing bro...I like it. Keep it up

$ 0.00
3 years ago