সমাজের প্রতি প্রতিটি মানুষের প্রথম দায়িত্ব হলো, তার দ্বারা সমাজের গাছ-পালা, তরুলতা, কীট-পতঙ্গসহ কোন মানুষই ক্ষতির সম্মুখীন হবে না। মানুষ তার দুটি বস্তু দ্বারা ক্ষতি সাধন করে। একটি হলো তারা হাত, পেশিশক্তি ও ক্ষমতা আর অন্যটি হলো তার মুখ। এটি দুটির কোনটি দ্বারা অন্যরা যেন ক্ষতিগ্রস্থ না হন ইসলাম তার প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করেছে। আল্লাহর রাসূল বলেন, المسلم من سلم المسلمون من لسانه ويده. “মুসলিম হলো তিনি যার হাত ও মুখের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ থাকে।” আল্লাহর রাসূল (সা) অন্য একটি হাদীসে বলেন, ارحموا من في الأرض يرحمكم من في السماء )رواه الترمذي(

“যারা পৃথিবীতে বিচরণকারী তাদের প্রতি সদয় হও, তবে আল্লাহ তা’আলা তোমার প্রতি সদয় হবেন।” এ হাদীসে সাধারণভাবে সকল প্রকার সৃষ্টির কথা বলা হয়েছে। যার মধ্যে পশু-পাখি, গাছ-পালাও অন্তর্ভুক্ত। রাসূল (সা) সমাজের মানুষকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বারোপ করে বলেন, من فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كرب يوم القيامة. “যিনি কোন মুসলিমের বিপদ তথা সমস্য দুরকরণের চেষ্টা করে আল্লাহ তা’আলা কিয়ামতের কঠিন বিপদের দিনে তাকে বিপদ থেকে রক্ষা করবেন।”

8
$
User's avatar
@Mahbub3 posted 3 years ago

Comments

subahanallah Nice article😍

$ 0.00
3 years ago

Valo likhechen...

$ 0.00
3 years ago

Very nyc article

$ 0.00
3 years ago