জীবনে সফল হতে হলে কষ্টের তাপ সহ্য করতেই হয়। গরুর দুধ যা দুদিন পর্যন্ত ভালো থাকে। দুধ জ্বাল দিয়ে ঘন করলে তা দই হয়,যা ৩/৪ দিন পর্যন্ত ভালো থাকে। আবার দই কে মন্থন করলে মাখন তৈরি হয়,যা কয়েক সপ্তাহ ভালো থাকে। আবার, এই মাখনকেই যদি তাপ দিয়ে ফোটানো হয় তাহলে তৈরি হয় ঘি, যা বছর বছর ভালো থাকে।
তাপ আর মন্থন.......... জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন, যত মন্থনের বাধা পেরোতে পারবেন, ততই যশ, শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে। তাই কর্ম করুন। কঠিন বাঁধার সম্মুখীন হন। আর মন্থনের দ্বারা মনকে পবিত্র রাখুন। মন নিজেই প্রসন্ন হয়ে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

2
$
User's avatar
@Apu posted 4 years ago

Comments