অভিমান আমার ছিল তোমার নয়! তুমি তো সুযোগ সন্ধানে ছিলে কি বাহানায় ছেড়ে যাওয়া যায়! তোমার ব্যস্ততার অজুহাত শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম! অভিমানের পাহাড় জমিয়েছি! ভেবেছিলাম তুমি অভিমান ভাঙাবে। এটা ভাবতে পারিনি সে পাহাড় আলাদা করে দিবে আমায় আর তোমায়!

ভেবেছিলাম দূরে গেলে হয়তো তুমি বুঝবে আমার ভালবাসা!

ভুল আমার ছিল আমি অতিরিক্ত আশাবাদী ছিলাম! আমি বুঝতে পারিনি তুমি অন্য পথের পথিক হয়ে গিয়েছিলে!

আমি সে পথেই রয়েছি,যে পথে তুমি ছেড়ে গেলে! হাজারো পথিক সে পথে আনাগোনা করে কিন্তু তোমার ছায়া দেখা যায় না!

অভিমান করেছি ছেড়ে তো যাইনি! তোমার মতো অন্য পথের পথিক হতে পারিনি! আমি পারিনি অন্য পথিকের হাত ধরে অন্য পথে যেতে!

হ্যাঁ, সম্পর্কে বিচ্ছেদের ৪ বছর পরও আমি আশায় আছি তুমি আসবে ফিরে! অভিমান ভাঙাবে আমার!

1
$
User's avatar
@suraiyakter posted 3 years ago

Comments