আমার একটা তুমি চাই যে ভালোবেসে আপনি বলবে।
রাগ হওয়া মত্র তুই করে বলবে!
চাই একটা মিষ্টি শাষনের কোষাঘাত।
আমি চাই এমন একটা বিদুষী প্রেয়সী,
যে কথায় কথায় অভিমান করবে।
আমি তার অভিমান ভাঙাতে সাঁজোয়া অভিনেতা ফিলিপ হফম্যানের মত অভিনয় করবো।
এমন একটা তোমাকে চাই,
যে আমার মাঝে সারাক্ষন বিচরণ করতে চাই।
আমি একটা তুমি চাই যে তার ভালোবাসা দিয়ে আমাকে মুড়িয়ে নেবে।
এমন ভাবে পাগল করে দেবে যাতে আমি তাকে ছাড়া
আর কোন কিছুই আমার মস্তিষ্ক সংকেত না দেয়।
একটা তুমি চাই, হাজার অভিযোগ রয়েছে আমার বিরুদ্ধে তাও আমি একবার ভালোবাসি বলাতে
ফিরে আসবে আমার নীড়ে।
একটা তুমি চাই, বর্ষা মৌসুমে, কোন এক বিকেলে দক্ষিনা বাতাস, উজ্জ্বল গোদুলী, পড়ন্ত বিকেলে
পাশে বসে আমাকে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি তোমাকে, পাগল আমার, ভালোবাসি তোমায় পাগলামো, ভালোবাসি তোমাকে তাই বলছি তোমায় , আমার জীবনের মর্মস্পর্শী হবে?
"আজ সারারাত তোমার সাথে গল্প করবো,
তোমার ঘুম লাগলেও তোমাকে বিরক্ত করে জাগিয়ে দুজনে প্রেমের আলাপে ছড়িয়ে যাবো রাতের আধারে।" বলার মত কাউকে চাই।
আমার তুমি চাই..
যে তুমি আমি ছাড়া আর অন্য কেউ নেই।
আমার অবহেলা গুলোকে ভালোবেসে নিবে,
আমাকে বকা দেবে, আমাকে গুছিয়ে নেবে তার মত করে।
কোন মেয়ের সাথে কথা বললে বলবে, ঐ তোর ওই মেয়ের সাথে এতো ভাব কিসের?
তোর মনের যত অব্যক্ত কথা রয়েছে সবগুলো বলবি আমাকে, তোর মনের থাকবে না কোন কথা , বলতে অন্য কোন মেয়ের সাথে।
কোনো মেয়ের দিকে তাকালে বলবে "ঐ তুই মেয়েটার দিকে তাকালি কেনো? তুই শুধু আমাকে দেখবে।"
যত খুঁটিয়ে দেখতে ইচ্ছে করে, যতটা কাছ থেকে দেখতে ইচ্ছে করে তুই শুধু আমাকে দেখবি।
নীল আকাশ তবুও যেন ঝুম বর্ষণে ভিজছে শহর,বসত বাড়ি, বাজার,বন্দর-সব কিছুকে ধুয়ে যাচ্ছে ঝম ঝম শব্দে। ধুলো ময়লা মিশছে নর্দমায়,সেখান থেকে নদী,নদী থেকে আরও বড় কিছুর মধ্যে আমি মনের ভিতরে উঁকি দিচ্ছে শুধু সেই এমন একটা তুমি।
তোমাকে ভালোবাসবো , তোমার পাগলামো গুলো ভালোবাসবো,
আমার একটা তুমি চাই!!!
আমার একটা তুমি চাই যে ভালোবেসে আপনি বলবে। রাগ হওয়া মত্র তুই করে বলবে! চাই একটা মিষ্টি শাষনের কোষাঘাত।
আমি চাই এমন একটা বিদুষী প্রেয়সী, যে কথায় কথায় অভিমান করবে। আমি তার অভিমান ভাঙাতে সাঁজোয়া অভিনেতা ফিলিপ হফম্যানের মত অভিনয় করবো। এমন একটা তোমাকে চাই, যে আমার মাঝে সারাক্ষন বিচরণ করতে চাই।
আমি একটা তুমি চাই যে তার ভালোবাসা দিয়ে আমাকে মুড়িয়ে নেবে। এমন ভাবে পাগল করে দেবে যাতে আমি তাকে ছাড়া আর কোন কিছুই আমার মস্তিষ্ক সংকেত না দেয়।
একটা তুমি চাই, হাজার অভিযোগ রয়েছে আমার বিরুদ্ধে তাও আমি একবার ভালোবাসি বলাতে ফিরে আসবে আমার নীড়ে।
একটা তুমি চাই, বর্ষা মৌসুমে, কোন এক বিকেলে দক্ষিনা বাতাস, উজ্জ্বল গোদুলী, পড়ন্ত বিকেলে পাশে বসে আমাকে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি তোমাকে, পাগল আমার, ভালোবাসি তোমায় পাগলামো, ভালোবাসি তোমাকে তাই বলছি তোমায় , আমার জীবনের মর্মস্পর্শী হবে?
"আজ সারারাত তোমার সাথে গল্প করবো, তোমার ঘুম লাগলেও তোমাকে বিরক্ত করে জাগিয়ে দুজনে প্রেমের আলাপে ছড়িয়ে যাবো রাতের আধারে।" বলার মত কাউকে চাই।
আমার তুমি চাই.. যে তুমি আমি ছাড়া আর অন্য কেউ নেই। আমার অবহেলা গুলোকে ভালোবেসে নিবে, আমাকে বকা দেবে, আমাকে গুছিয়ে নেবে তার মত করে।
কোন মেয়ের সাথে কথা বললে বলবে, ঐ তোর ওই মেয়ের সাথে এতো ভাব কিসের? তোর মনের যত অব্যক্ত কথা রয়েছে সবগুলো বলবি আমাকে, তোর মনের থাকবে না কোন কথা , বলতে অন্য কোন মেয়ের সাথে।
কোনো মেয়ের দিকে তাকালে বলবে "ঐ তুই মেয়েটার দিকে তাকালি কেনো? তুই শুধু আমাকে দেখবে।" যত খুঁটিয়ে দেখতে ইচ্ছে করে, যতটা কাছ থেকে দেখতে ইচ্ছে করে তুই শুধু আমাকে দেখবি।
নীল আকাশ তবুও যেন ঝুম বর্ষণে ভিজছে শহর,বসত বাড়ি, বাজার,বন্দর-সব কিছুকে ধুয়ে যাচ্ছে ঝম ঝম শব্দে। ধুলো ময়লা মিশছে নর্দমায়,সেখান থেকে নদী,নদী থেকে আরও বড় কিছুর মধ্যে আমি মনের ভিতরে উঁকি দিচ্ছে শুধু সেই এমন একটা তুমি।
তোমাকে ভালোবাসবো , তোমার পাগলামো গুলো ভালোবাসবো,
আমার একটা তুমি চাই!!!