লোকে বলে, 'যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে'। কথাটা কি সঠিক?
আমি বলি সবকিছু যদি ভালোর জন্যই হতো তাহলে পৃথিবীতে এত এত মানুষ হতাশায় ভুগতো না। দিনের আলোতে হাজার কর্ম ব্যস্ততা থাকলেও দিন শেষে রাতের আঁধারে কারো চোখের কোণে জল আসতো না। হাজার পাওয়ার মাঝে কিছু একটা না পাওয়ার আক্ষেপ থাকতো না।
আসলে তা হলো মিথ্যে সান্ত্বনা, যা নিয়ে আমরা বেঁচে থাকার লড়াই করে চলছি প্রতিনিয়ত।
5
$
@Mehjabin94
posted
4 years ago
Which is for the better, even if it's a little bit right. In some cases, the opposite may be the case.