কেউ তোমাকে অকারণে কষ্ট দিলে মন খারাপ করো না।বরং তুমি একটা মুচকি হাসি দিয়ে চলে আসো।। যাতে সে বুঝতে পারে তুমি অল্পতেই ভেঙ্গে পড়ার মানুষ নয়।কিছু মানুষ আছে যারা যারা শুধু মাএ অন্যের দূর্ব্যলতাকে হাতিয়ে নিয়ে খুব মজা পায়, তারপর চোখের জল দেখে করুণা দেখাবে,কিন্তু মনে মনে ঠিক অানন্দ উপভোগ করবে।তুমি যতই ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাও না কেন কখনো কাউকে বুঝতে দিওনা তুমি ভালো নেই।। কারণ তোমার এই কষ্টের কথা শুনে বেশির বেশির ভাগ মানুষি এটাকে অস্র হিসেবে বানিয়ে সেটাকে ঠিক তোমার জন্যই ব্যবহার করবে।তাই প্রয়োজনে সৃষ্টিকর্তাকে শরন করো।তিনি পথ ঠিকি দেখাবেন। তবুও কাউকে কষ্টের কথা বলতে নেই।। কারন মানুষ সুখ ভাগাভাগি করতে পারলেও, দুঃখ ভাগ করে নিতে চাই না।আর বরং সেটা নিয়েই খোটা দেয়। মেয়ে মানুষের মন কমল হয়।।সামন্য অল্প আঘাতে তাদের চোখ লাল হয়ে যায়।। মেয়েদের মুখে কান্না নয় হাসি টুকুই ভালো মানায়। ছেলে মানুষ সহজে কাঁধে না।এরা বড় রকমের কষ্ট সয়তে পারে,তারপর ও যদি কোন ছেলে কাঁধে তাহলে বুঝতে হবে সে অনেক বড় ধরনের কষ্ট পেয়েছে। পৃথিবীটা গোল তুমি আজ যেভাবে যাকে কষ্ট দিবে,সেই কষ্ট গুলো কোন একদিন ঘুরেফিরে তোমার কাছে চলে আসবে। তুমি আজ যাকে যেভাবে কাঁদাবে সে একি ভাবে তুমি ও কাঁদবে।। কারন কাউকে কষ্ট দিয়ে বা কাঁদিয়ে ভালো থাকা যায় না।। ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন সকলে ।।।নয়ন।।।

2
$
User's avatar
@Mdemon456 posted 4 years ago

Comments