গল্প ঃ আপরাধ
লেখক ঃ নীল চৌধুরী
পাট ঃ২
রিহাম কে দেখে মিতালি আবাক হয়ে যায়। কিন্তু তার শরীর থেকে প্রচুর রক্ত খনন হচ্ছে সে বেথায় দারাতে পারছে না তাই তাকে দরে নিয়ে সুড়িয়ে দায় নিশির মা বেথায় মিতালির জর চলে আসে তার চোখ দিয়ে শুধু পানি পরছে । তারপর নিশি মিতালির রুমে আসলো এসে বলবো এখন কেমন আছো আপু
মিতালি ঃ হুম একটু ঠিক আছি। আচ্ছা নিশি দুই টা ছেলে আসছিলো না ওরা তোমার কি হয়
নিশি ঃ একটা আমার ভাইয়া আরেক টা ভাইয়ার বন্ধু রিহাম ভাইয়া আমার ভাইয়ার ফেন্ড
মিতালি ঃ( মনে মনে ছি ছি ছি কি নিচ মানুষ নিজের বোনের সাথে এমন করলো এদের শান্তি একদিন পেতেই হবে) ওওওও তাই বুঝি
নিশি ঃ হুম আপু তাই আর আপু যানো রিহাম ভাইয়া না খুব ভালো আমাকে প্রতি দিন চকলেট কিনে দেই
মিতালি ঃ( মনে মনে কি বলবো তোমায় সে যে কত টা নিচ) ও তাই বুঝি তাহলে তো অনেক ভালো
নিশি ঃ হুম আপু খুব ভালো আচ্ছা আমি যায় তুমি ঘুমাও কেমন
মিতালি ঃ আচ্ছা যাও। তারপর মিতালি বেথায় আর জরে কাপছে তাই নিজের অজান্তেই সে ঘুমিয়ে পরে
সকাল বেলা উঠেই কিছু খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় মিতালি
মিতালি বাসায় প্রায় রেস্ট নায় ১ মাস তারপর সে একটু সাভাবিক হয়ে উঠে
তাদের কে নিয়ে ভাবতে থাকে মিতালি যারা ওর সাথে এমন করছে আর ও ১৫ ও দিন চলে যায়
কিছুই ভেবে পাই না সে
তারপর চলবে
অনেক অনেক কষ্ট করে পাট টা মিলাইলাম ডিপ্রেশনে পড়ে গেছিলাম ৩০ কাপ কফি শেষ একটা খাতা শেষ তবু্ও মিলাতে পারি নাই কিন্তু একটা আপুর সাথে কথা বলতে গিয়ে সে একটা বুদ্ধি দিয়ে দিল তাই মিলাতে পারলাম। পাট টা ছোট হয়েছে কিন্তু এর পরের পাটে শেষ করে দিবো কি ভাবে যে লাস্ট পাট টা লেখবো তাই ভাবতে হবে আমাকে টাইম দিতে হবে অনেক দিন কম পক্ষে ৩ দিন আমায় দিতে হবে ধন্যবাদ
কেমন হচ্ছে জানাবেন
গল্প ঃ আপরাধ লেখক ঃ নীল চৌধুরী
পাট ঃ২
রিহাম কে দেখে মিতালি আবাক হয়ে যায়। কিন্তু তার শরীর থেকে প্রচুর রক্ত খনন হচ্ছে সে বেথায় দারাতে পারছে না তাই তাকে দরে নিয়ে সুড়িয়ে দায় নিশির মা বেথায় মিতালির জর চলে আসে তার চোখ দিয়ে শুধু পানি পরছে । তারপর নিশি মিতালির রুমে আসলো এসে বলবো এখন কেমন আছো আপু
মিতালি ঃ হুম একটু ঠিক আছি। আচ্ছা নিশি দুই টা ছেলে আসছিলো না ওরা তোমার কি হয় নিশি ঃ একটা আমার ভাইয়া আরেক টা ভাইয়ার বন্ধু রিহাম ভাইয়া আমার ভাইয়ার ফেন্ড মিতালি ঃ( মনে মনে ছি ছি ছি কি নিচ মানুষ নিজের বোনের সাথে এমন করলো এদের শান্তি একদিন পেতেই হবে) ওওওও তাই বুঝি
নিশি ঃ হুম আপু তাই আর আপু যানো রিহাম ভাইয়া না খুব ভালো আমাকে প্রতি দিন চকলেট কিনে দেই মিতালি ঃ( মনে মনে কি বলবো তোমায় সে যে কত টা নিচ) ও তাই বুঝি তাহলে তো অনেক ভালো নিশি ঃ হুম আপু খুব ভালো আচ্ছা আমি যায় তুমি ঘুমাও কেমন
মিতালি ঃ আচ্ছা যাও। তারপর মিতালি বেথায় আর জরে কাপছে তাই নিজের অজান্তেই সে ঘুমিয়ে পরে সকাল বেলা উঠেই কিছু খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় মিতালি মিতালি বাসায় প্রায় রেস্ট নায় ১ মাস তারপর সে একটু সাভাবিক হয়ে উঠে
তাদের কে নিয়ে ভাবতে থাকে মিতালি যারা ওর সাথে এমন করছে আর ও ১৫ ও দিন চলে যায় কিছুই ভেবে পাই না সে
তারপর চলবে
অনেক অনেক কষ্ট করে পাট টা মিলাইলাম ডিপ্রেশনে পড়ে গেছিলাম ৩০ কাপ কফি শেষ একটা খাতা শেষ তবু্ও মিলাতে পারি নাই কিন্তু একটা আপুর সাথে কথা বলতে গিয়ে সে একটা বুদ্ধি দিয়ে দিল তাই মিলাতে পারলাম। পাট টা ছোট হয়েছে কিন্তু এর পরের পাটে শেষ করে দিবো কি ভাবে যে লাস্ট পাট টা লেখবো তাই ভাবতে হবে আমাকে টাইম দিতে হবে অনেক দিন কম পক্ষে ৩ দিন আমায় দিতে হবে ধন্যবাদ
কেমন হচ্ছে জানাবেন