আধার রাত:

একদিন এক আধার রাতে বের হয়েছি ঘুরতে।সাথে আমার ছোট ভাই আমি এবং আমার ছোট আব্বু।সেদিন হঠাৎ এ বের হলাম এক বাড়ি থেকে কিছু দূরে ফুফুর বাসায় যাবো।ওইদিন এমন আধার রাত যে পাশে কোনো কিছু দেখা যাচ্ছে না।আমরা তিনজন যাচ্ছি।যেতে যেতে একটা মাঠ পড়ে মাঠের রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দেখি রাস্তার পাশ দিয়ে অনেকগুলো শিয়াল দাড়ায় আছে।শিয়াল দেখে আমি ভয়ে কাপছি।এমন আধার রাত যে শিয়াল এল চোখে লাইট এর আলো লেগে চকচক করে জ্বলছে।দেখতে অনেক ভালোই লাগছিলো আবার ভয়ও করছিলো।যা হোক ওই আধার রাতের কথা আমি কখনো ভুলবো না বিশেষ করে শিয়াল এর কথা।

7
$
User's avatar
@Runa121 posted 3 years ago

Comments