রাগি_স্যারের_রোমান্টিক অত্যাচার
শুভ_আহম্নেদ_নীল
Part:4
মারিহা:আল্লাহ্ এতো পড়া তো আমি সারা জীবনেও পড়িনি।তবুও অর্ধেক পড়া এখনো বাকি।ওই ধলা ইন্দুরের কোন নতুন অত্যাচার সহ্য করা লাগে আল্লাহ্ই ভালো জানেন।এসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পরি।কালকের টা বরং কালই দেখা যাবে।
.
সকালে নাস্তার টেবিলে
.
মারিহা:মা,তোমার মেয়েকে আজ শেষবারের মতো দেখে নেও।
.
মালিহা বেগম:কি এসব আবোলতাবোল বকছিস!!!
.
মাশরাফ খান:মারিহা স্কুলে কি কোনো সমস্যা হয়েছে মা??
.
মারিহা:আমাদের যেই নতুন স্যার আসছে উনি অনেক রাগি।সারারাত পড়েও উনার পড়া শেষ করতে পারি নি।আজকে আমাকে মেরেই ফেলবে।আমার জায়নামাজে যাদের দাওয়াত দিতে হবে লিস্টটা বানিয়ে দিয়ে গেলাম।
.
মালিহা বেগম:আল্লাহ্ শেষ পর্যন্ত এমন কাউকে পাঠিয়েছেন যাকে তুই ভয় পাস।
.
মারিহা:আর কয়েকটা দিন যায়তে দেও।উনার এমন অবস্থা করবো যে আমাকে দেখলেই যাতে লুকিয়ে থাকতে হয়।
.
মাশরাফ খান:তা এই স্যারের কোনো নাম দিলি না??
.
মারিহা:দিয়েছি তো।রাগি ধলা ইন্দুর আর ধলা ইংরেজ।
.
মাশরাফ খান:আমাদের মেয়ে কিন্তু অনেক সুন্দর নামকরণ করে মারিহার মা।হাহাহাহা।
.
মালিহা বেগম:আপনিও শুরু করেছেন?
.
মাশরাফ খান:মারিহা তোর আম্মু তো খেপছে।চল জলদি বাসা থেকে বের হয়ে যায় ।(আস্তে করে বললেন)
.
মারিহা:আমার পেট ভরে গেছে আম্মু।এবার আমি যাই।বিদায় আম্মু ,আব্বু।
.
দুজনেই একসাথে বললেন বিদায় মারিহা মা।
.
কলেজে
.
নীল:মারিহা তোর পড়া কি শেষ হয়েছে?
.
মারিহা:অর্ধেকটা পরছি।
.
আকাশ:আমি তো লাস্টের 2 পেজ শেষ করতে পারিনি।
.
আশা:আমার এই অধ্যায়টা আগে একটু পড়াছিল।তাই বেশি সমস্যা হয়নি শেষ করতে।
.
নীলা:ক্লাসের ঘন্টা দিয়ে দিয়েছে।ক্লাসে চল সবাই।
.
সবাই একসঙ্গে ক্লাসে প্রবেশ করলো।
.
প্রথম ঘন্টা শেষ হলো।দ্বিতীয় ঘন্টায় আরাফ রুমে প্রবেশ করলো।
.
মারিহা:আজকে পড়া পারিনা বলে লাস্টে বেঞ্চে বসেছি।যাতে আমার পড়া ধরার আগে ঘন্টা পরে যায়।আমার মাথায় এতো বুদ্ধি যে কীভাবে আসে আল্লাহ্ই ভালো জানে।(মনে মনে বললো।)
.
আরাফ লাস্ট বেঞ্চ থেকে পড়া নেওয়া শুরু করলো।নীলা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরে বসে গেল।
.
মারিহা:এই ধলা ইন্দুরের মাথায় তো অনেক বুদ্ধি।আমার আর বাঁচার কোনো সুযোগই রইল না।
.
আরাফ:Now, You stand up. (মারিহাকে দেখিয়ে বললো)।
.
মারিহা দাঁড়িয়ে গেল।
.
আরাফ:What's your name?
.
মারিহা:জি,মারিহা।
.
আরাফ:Mariha,Have you finish your lesson.
.
মারিহা:I finish balf.
.
আরাফ:What Rubbish you are.
.
মারিহা:Sorry ,sir.
.
আরাফ:What do you mean by sorry.(রাগি মুডে বললো)।
.
মারিহা :স্যার ,Actually ...
.
আরাফ:পুরো ক্লাস ওইখানে দাঁড়িয়ে থাকুন।
.
মারিহা :কিন্তু স্যার
.
আরাফ:কালকে ফাস্ট বেঞ্চে বসবেন ।
.
মারিহা :স্যা..
.
আরাফ:কালকে এই অধ্যায়টা সবটা পড়া।
.
মারিহা:এখন যদি কিছু বলতে যাই আরো শাস্তি দিবে এই ধলা ইন্দুর।এর চেয়ে ভালো চুপ থাকি।মাথা ঝাঁকিয়ে হ্যাঁসূচক উত্তর দিলো।
.
ক্লাস শেষে
.
আশা:কালকে কিন্তু সব পড়া শেষ করে আসবি সবাই ।
.
মারিহা:পারমু না।ইচ্ছে তো করতেছে তোর ভাইয়ের মাথাটা নেড়া করিয়ে মাথার মধ্যে ধুম ধুম গান লাগিয়ে ডানসিং করতে।
.
নীল:নিজে পড়া না শিখে স্যারের উপর দোষ দিচ্ছিস।
.
মারিহা:ওই ধলাইন্দুরের পক্ষে কথা বলা তবে আজ তোর একদিন আমার একদিন বলেই বই দিয়ে নীলের দিকে ঢিল ছুড়লো।আর মারিহার কপালের দোষে বইটা পড়ল আরাফের উপর।কারন ওই দিক দিয়ে আরাফ একটু দরকারি কাজে প্রধানশিক্ষকের রুমে যাচ্ছিল ।
.
আরাফ:আআআআআআ
.
মারিহা:তোদের কিন্তু আগেই বলে দিয়ে গেলাম আমার চল্লিশাই তোদের দাওয়াত দেইনি।
.
(দেখা যাক এর ফল কি হয়
চলবে
রাগি_স্যারের_রোমান্টিক অত্যাচার
শুভ_আহম্নেদ_নীল
Part:4
মারিহা:আল্লাহ্ এতো পড়া তো আমি সারা জীবনেও পড়িনি।তবুও অর্ধেক পড়া এখনো বাকি।ওই ধলা ইন্দুরের কোন নতুন অত্যাচার সহ্য করা লাগে আল্লাহ্ই ভালো জানেন।এসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পরি।কালকের টা বরং কালই দেখা যাবে। . সকালে নাস্তার টেবিলে . মারিহা:মা,তোমার মেয়েকে আজ শেষবারের মতো দেখে নেও। . মালিহা বেগম:কি এসব আবোলতাবোল বকছিস!!! . মাশরাফ খান:মারিহা স্কুলে কি কোনো সমস্যা হয়েছে মা?? . মারিহা:আমাদের যেই নতুন স্যার আসছে উনি অনেক রাগি।সারারাত পড়েও উনার পড়া শেষ করতে পারি নি।আজকে আমাকে মেরেই ফেলবে।আমার জায়নামাজে যাদের দাওয়াত দিতে হবে লিস্টটা বানিয়ে দিয়ে গেলাম। . মালিহা বেগম:আল্লাহ্ শেষ পর্যন্ত এমন কাউকে পাঠিয়েছেন যাকে তুই ভয় পাস। . মারিহা:আর কয়েকটা দিন যায়তে দেও।উনার এমন অবস্থা করবো যে আমাকে দেখলেই যাতে লুকিয়ে থাকতে হয়। . মাশরাফ খান:তা এই স্যারের কোনো নাম দিলি না?? . মারিহা:দিয়েছি তো।রাগি ধলা ইন্দুর আর ধলা ইংরেজ। . মাশরাফ খান:আমাদের মেয়ে কিন্তু অনেক সুন্দর নামকরণ করে মারিহার মা।হাহাহাহা। . মালিহা বেগম:আপনিও শুরু করেছেন? . মাশরাফ খান:মারিহা তোর আম্মু তো খেপছে।চল জলদি বাসা থেকে বের হয়ে যায় ।(আস্তে করে বললেন) . মারিহা:আমার পেট ভরে গেছে আম্মু।এবার আমি যাই।বিদায় আম্মু ,আব্বু। . দুজনেই একসাথে বললেন বিদায় মারিহা মা। . কলেজে . নীল:মারিহা তোর পড়া কি শেষ হয়েছে? . মারিহা:অর্ধেকটা পরছি। . আকাশ:আমি তো লাস্টের 2 পেজ শেষ করতে পারিনি। . আশা:আমার এই অধ্যায়টা আগে একটু পড়াছিল।তাই বেশি সমস্যা হয়নি শেষ করতে। . নীলা:ক্লাসের ঘন্টা দিয়ে দিয়েছে।ক্লাসে চল সবাই। . সবাই একসঙ্গে ক্লাসে প্রবেশ করলো। . প্রথম ঘন্টা শেষ হলো।দ্বিতীয় ঘন্টায় আরাফ রুমে প্রবেশ করলো। . মারিহা:আজকে পড়া পারিনা বলে লাস্টে বেঞ্চে বসেছি।যাতে আমার পড়া ধরার আগে ঘন্টা পরে যায়।আমার মাথায় এতো বুদ্ধি যে কীভাবে আসে আল্লাহ্ই ভালো জানে।(মনে মনে বললো।) . আরাফ লাস্ট বেঞ্চ থেকে পড়া নেওয়া শুরু করলো।নীলা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরে বসে গেল। . মারিহা:এই ধলা ইন্দুরের মাথায় তো অনেক বুদ্ধি।আমার আর বাঁচার কোনো সুযোগই রইল না। . আরাফ:Now, You stand up. (মারিহাকে দেখিয়ে বললো)। . মারিহা দাঁড়িয়ে গেল। . আরাফ:What's your name? . মারিহা:জি,মারিহা। . আরাফ:Mariha,Have you finish your lesson. . মারিহা:I finish balf. . আরাফ:What Rubbish you are. . মারিহা:Sorry ,sir. . আরাফ:What do you mean by sorry.(রাগি মুডে বললো)। . মারিহা :স্যার ,Actually ... . আরাফ:পুরো ক্লাস ওইখানে দাঁড়িয়ে থাকুন। . মারিহা :কিন্তু স্যার . আরাফ:কালকে ফাস্ট বেঞ্চে বসবেন । . মারিহা :স্যা.. . আরাফ:কালকে এই অধ্যায়টা সবটা পড়া। . মারিহা:এখন যদি কিছু বলতে যাই আরো শাস্তি দিবে এই ধলা ইন্দুর।এর চেয়ে ভালো চুপ থাকি।মাথা ঝাঁকিয়ে হ্যাঁসূচক উত্তর দিলো। . ক্লাস শেষে . আশা:কালকে কিন্তু সব পড়া শেষ করে আসবি সবাই । . মারিহা:পারমু না।ইচ্ছে তো করতেছে তোর ভাইয়ের মাথাটা নেড়া করিয়ে মাথার মধ্যে ধুম ধুম গান লাগিয়ে ডানসিং করতে। . নীল:নিজে পড়া না শিখে স্যারের উপর দোষ দিচ্ছিস। . মারিহা:ওই ধলাইন্দুরের পক্ষে কথা বলা তবে আজ তোর একদিন আমার একদিন বলেই বই দিয়ে নীলের দিকে ঢিল ছুড়লো।আর মারিহার কপালের দোষে বইটা পড়ল আরাফের উপর।কারন ওই দিক দিয়ে আরাফ একটু দরকারি কাজে প্রধানশিক্ষকের রুমে যাচ্ছিল । . আরাফ:আআআআআআ . মারিহা:তোদের কিন্তু আগেই বলে দিয়ে গেলাম আমার চল্লিশাই তোদের দাওয়াত দেইনি। . (দেখা যাক এর ফল কি হয়
চলবে