অবশেষে তুমি আমার

নীল কাব্য

১৬

।। নীলাকে হাচকা টান দিয়ে নিজের কাছে টেনে নিলো । তারপর নিজের মুখটা একদম নীলার মুখের কাছে নিয়ে গেল । নীলার দিকে চেয়ে দেখে মেয়েটা ভয়ে কাঁপছে । আর মুখটা একদম শক্ত করে বন্ধ করে রেখেছে । চক্ষের কণ দিয়ে হালকা পানিও গড়িয়ে পড়ছে । ওকে এভাবে দেখে আবিরের মনে অন্য রকমের মায়া কাজ করছিলো । ।চুপচাপ ওর দিকে এক ধ্যানে চেয়ে রইলো । । এদিকে নীলা চক্ষ বন্ধ রাখা অবস্থাতেই মনেমনে ভাবছে আবির এখনও ওকে কিছু করছে না কেনো...!! ব্যাপার কি !! আবার অন্য কোনো খারাপ মতলোব আটছে না তো !! যখনি নিজের চক্ষ গুলো মেললো ঠিক তখনি আবির নীলাকে নিজের কোলে তুলে নিলো।নীলার তো তখন ভয়ে প্রান যায় যায় অবস্থা । মনে মনে আবিরের হাত থেকে বাচাঁর জন্য বার বার আল্লাহ"র নাম নিচ্ছে ।তবে ও যেটা ভাবছিলো তেমন কোনো কিছুই ঘটলো না । নীলাকে অবাক করে দিয়ে আবির চুপচাপ ওকে কোলে করে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিলো । নীলা গাড়িতে বসে চুপচাপ মাথা নিচু করে বসে রইলো । ।

  • ভেবো না তোমায় আমি ক্ষমা করে দিয়েছি । তোমার শাস্তি এখন দেবো না । আগে তোমাদের বাসায় যাই তারপর দেখো কি করি !! (ঝাঝি গলায় ) ।
  • কি"কি করবেন আপনি...!!- সেটা ওখানে গেলেই বুঝতে পারবে । এখন চুপচুপ আমার কাছে এসে বসো । ।
  • হুম ...(ভয়ে ওর কাছাকাছি এসে বসলো ) । আবির আর কোনো কিছু না বলে নীলাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে এক হাতে গাড়ি স্টার্ট করলো । তারপর সোজা ছুটলো নীলাদের বাড়ির গন্তব্যে । বাসা থেকে বের হয়ে ঘন্টা ১ মধ্যে নীলাদের বাসায় পৌঁছে গেল । বাসায় এসে দেখে সবাই তাদের জন্য অপেক্ষা করে বসে আছে । আবির গাড়িটা বন্ধ করার সাথে সাথে নীলা গাড়ি থেকে নেমে দৌড়ে বাসার ভিতরে চলে গেল । এদিকে আবির তখনও বাইরেই আছে ।নীলা এরুপ কাজে আবিরের প্রচুর রাগ হলো মনে মনে..। কিন্তু তারপরেও সেটা প্রকাশ করলো না । চুপচাপ বাসার ভিতরে চলে এল । ভিতরে ঢুকে দেখে নীলা ওর মাকে জড়িয়ে ধরে আছে । ।
  • কি ব্যাপার বাবা !! তুমি এখানে কেনো দাড়িয়ে আছো !! আসো ভিতরে আসো ।(নীলার বাবা ) ।
  • জ্বী " ...... (সোফায় গিয়ে বসলো ) ।
  • তা তোমাদের আসার কথা তো ছিলো বিকেল বেলা তাহলে এতো দেরি কেনো হলো আসতে...!! ।
  • আসলে আঙ্কেল আমার অফিসের কিছু জরুরি কাজ বাকী ছিলো ওগুলো শেষ করতে করতে সন্ধা হয়ে গেছিলো । তাই অাসতে একটু দেরী হয়ে গেল । ।
  • হুম ...বুঝেছি । আচ্ছা তোমরা গিয়ে আগে ফ্রেশ হয়ে নেও তারপর পরে নাহয় কথা বলা যাবে । ।
  • হুম...। আর হ্যাঁ আমি কালকের ব্যবহারের জন্য আপনাদের কাছে আবার ক্ষমা চাইছি । প্লিজ কালকের ব্যাপারটা নিয়ে মনে কিছু রাখবেন না । ।
  • আরে নাহ্ আমরা কিছু মনে করিনি । তোমরা ওসব ব্যাপার নিয়ে আর ভেবো না । তুমি কালকে যা করেছো সব পরিস্থিতির শিকার হয়েই করতে বাদ্ধ হয়েছো । ।
  • হুম...। ।
  • আসলে আমরা যদি প্রথম থেকেই তোমায় মেনে নিতাম তাহলে আর এমন কোনো ঘটনাই ঘটতো না । আমরা তোমার এবং তোমার ফ্যামিলি সম্পর্কে কোনো কিছু না বুঝেই তোমার সাথে খারাপ আচরণ করে গেছি । যদি তোমার ফ্যামিলি সম্পর্কে জানতাম তাহলে আর এমন কোনো কিছুই হতো না । তুমিও আমাদের করা আচরণে কিছু মনে করো না ॥ ।
  • ছি "ছি " আমি আবার আপনার কথায় কি মনে করবো !! আপনারা আমার মা -বাবার মতো । আপনার কথায় আমি আবার কিছু মনে করতে যাবো কেনো...!! ।
  • হুম...। তো ,তোমাদের বাসা থেকে আর কেউ এলো না কেনো ..!! ।
  • অনেক রাত হয়ে গেছে তাই আম্মু এখন আসতে পারলেন না । তবে কালকে আমার ছোট বোন কে নিয়ে আম্মু বিকেল বেলা এখানে আসবে । ।
  • ওহ্ সেটা নাহয় বুঝলাম । কিন্তু তোমার বাবা কেনো আসলেন না । সকালে তোমাদের বাসায় গিয়েও দেখা হলো না । তিনি কি এখন দেশে নেই !!ওনার কথা শোনার সাথে সাথে আবিরের এতোক্ষণের হাসি মুখটা অন্ধকার হয়ে গেল । কিছু না বলে চুপচাপ বসে রইলো । নীলার ব্যাপার টা চক্ষে এড়ালো না । নীলার পরিবারের লোকও আর কিছু না বলে আবিরকে নীলার রুমে পাঠিয়ে দিলো ফ্রেশ হয়ে নেয়ার জন্য ।তবে নীলা আবিরকে কিছু বলতে না দেখে মনে মনে কিছু একটা ভাবলো । ব্যাপার কি শয়তান টা এভাবে চুপ মেরে গেল কেনো !! বাবার কথা জিজ্ঞাসা করার সাথে সাথে মুখ অন্ধকার করে ফেললো । ঘটনা কি..!! কিছু তো একটা লোচা আছে । নাহ্ আমাকেই জানতে হবে । তবে এখন না ।আবির নীলার রুমে গিয়ে আগে ফ্রেশ হতে চলে গেল । মাথা ওর পুরো গরম হয়ে আছে । কিছুতেই সেটা ঠান্ডা হচ্ছিল না । ওয়াশরুম থেকে প্রায় ১০ মিনিট পর বের হলো ।বাইরে বের হয়ে দেখে নীলা দাড়িয়ে । তাও আবার হাতে টাওয়েল নিয়ে । । -এই নিন......।।।.. । । চলবে😘
7
$
User's avatar
@Mdemon456 posted 4 years ago

Comments