,,,,,,ব্ন্ধুরা জরুরি একটা পোষ্ট কেউ এড়িয়ে
যাবেন না।

,,,,আজকে যুবকদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরলাম দয়া করে পুরোটায় পড়বেন আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন।।।

হস্তমৈথুন শব্দটার সাথে কমবেশি সবাই আমরা পরিচিত। কিন্তুু এই হস্তমৈথুনের ফলে টেস্টোস্টেরোনের (Testosterone)পরিমাণ কমে যেতে পারে।। ,,,,,,ব্ন্ধুরা প্রথমে আমাদের জানতে হবে যে টেস্টোস্টেরোন আসলে কী??এর প্রয়োজনীয়তাই বা কী??

টেস্টোস্টেরোন পুরুষের জন্য খুবই প্রয়োজনীয় একটি হরমোন।সহজ ভাষায় এটা হল ঐই হরমোন যা পুরুষকে পুরুষ বানায়।।

মানবদেহে টেস্টোস্টেরোনের ভূমিকাগুলো কী কী দেখা যাক: 👉এনার্জি 👉 স্মৃতিশক্তি 👉মনোযোগ 👉আত্মমর্যাদাবোধ 👉আত্মনিয়ন্ত্রণ 👉সুগঠিত পেশি 👉দৈহিক শক্তি 👉কাজ করার সহ্মমতা 👉গলার স্বরের গম্ভীরতা 👉মানসিক প্রশান্তি 👉পুরুষালি আচারণ 👉প্রভাবশালী আচারণ 👉লোহিত রক্তকণিকা উতপাদন 👉হাড়ের স্বাভাবিক গঠন 👉যৌনক্রিয়ার জন্য পর্যাপ্ত আমিষ সরবারহ করা। 👉 দীর্ঘস্হায়ী যৌনক্রিয়াতে সক্ষম করা। 👉স্বাস্থ্যকর মেটাবলিযম উতপাদন 👉লিভারের কার্যবলি 👉সুগীত প্রস্টেট গ্রন্হি গঠন।

,,,,,,,,শরীরে যদি টেস্টোস্টেরোনের পরিমাণ কমে যায়,,তাহলে কী হতে পারে???

👉ক্লান্তিভাব 👉বিষণ্ণতা 👉দূর্বল স্মৃতিশক্তি 👉মনোযোগ কমে যাওয়া 👉অতিরিক্ত অস্হিরতা 👉কম শারীরিক সহ্মমতা 👉আত্মনিয়ন্ত্রণ কমে যাওয়া 👉পুরুষালি আচারণ কমে যাওয়া 👉আচারণে মিনমিনে ভাব আসা 👉স্বাভাবিক যৌনক্রিয়াতে আগ্রাহ না থাকা। 👉দ্রুত বির্যপাত 👉দৃষ্টিশক্তি কমে যাওয়া 👉মেরুদণ্ডে ব্যাথা 👉পেশি সুগঠিত না হওয়া 👉শরীরে চর্বি জমে যাওয়া 👉হাড় হ্ময়ে যাওয়া 👉চুল পড়ে যাওয়া

হস্তমৈথুন করে করে আপনি শরীরের জন্য অতন্ত গুরুত্বপূর্ণ এই টেস্টোস্টেরোন শেষ করে ফেলছেন। আফসোস!বড়ই আফসোস!এখন তর্কের মেজাজ থাকলে আপনি বলতে পারেন যে,, "হস্তমৈথুন করলে যদি টেস্টোস্টেরোন কমে যায়,,তাহলে তো স্বাভাবিক যৌনক্রিয়ার কারণেও তা কমে যাবে?তাহলে কী মানুষ স্বাভাবিক যৌনক্রিয়াও বাদ দিয়ে থাকবে?" আসলে হস্তমৈথুন আর স্বাভাবিক যৌনক্রিয়ার মাঝে আকাশ-পাতাল ব্যাবধান।এটা শুধু মুখের কথা না,বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত।।

,,,,,সুতারাং ব্ন্ধুরা আসেন আমরা সচেতন হই এবং অপরকে সচেতন করি।। কথাগুলো যদি ভালো লাগে তাহলে অব্যশই জানাবেন।।

~Adnan Mahmud

2
$
User's avatar
@Mdemon456 posted 4 years ago

Comments