কিছু কথা.....

"তিতা সত্যি হইলো, হয়তো ১ সপ্তাহ আগেও আমাকে যাদের ভালো লাগতো, আজকে তাদের কারো কারো আমাকে ভালো লাগতেছে না ... মানুষের পছন্দ খুব Frequently Change হয় ... মানুষের মন খুব সহজে Motivated হয় !!

আমার চারপাশে যদি ১০ জন 'কাছের মানুষ' থাকে, হয়তো তাদের মধ্যে ২-৩ জন TWO FACED কিংবা HYPOCRITE ... কেউ পিছনে আমার দুর্নাম করে, কেউ পিছনে আমাকে ছুরি মারবে ... হয়তো আমি যাকে ফ্রেন্ড ভাবি, সে আমাকে ফ্রেন্ড ভাবে না ... হইতেই পারে এমন ... হচ্ছেও হয়তো !!

আজকে যে আমাকে জানপ্রাণ দিয়ে ভালোবাসতেছে, সে কালকে আমাকে ভালোবাসবে কিনা - সেই নিশ্চয়তা আমি দিতে পারি না ... আজকে তুমি আমাকে রেসপেক্ট দেখাচ্ছো, কয়েক মাস পর এই তুমিই হয়তো আমাকে গালি দিবা ... পরিস্থিতি খুব তাড়াতাড়ি ১৮০ ডিগ্রি কোণে ঘুরে যায় !!

সুন্দর সুন্দর কথা লিখে হাজার প্রশংসা করে আমাকে যে মানুষটা মেসেজ দিয়েছিলো, সেই মানুষটাকেই আমি নিজ চোখে দেখছি আমার দুর্নাম করতে ... আমি জানি, এই ব্যাপারটায় আমার খারাপ লাগা উচিত ... কিন্তু আমার খারাপ লাগে নাই ... শুরুর দিকে এইসব ব্যাপারে আমার খারাপ লাগতো ... আমি খুব অবাক হইতাম ... আমার প্রশ্ন করতে ইচ্ছা হইতো ... রাগ দেখাইতে ইচ্ছা হইতো !!

তারপর আমি খেয়াল করলাম, আসলে একটা মানুষের ভালোলাগা কিংবা খারাপ লাগার ব্যাপারটা পুরাই স্বাধীন, পুরাটাই তার ইচ্ছা ... I can't question anyone's choice !!

আমি খেয়াল করে দেখলাম, প্রতিদিন ২ জন পুরনো মানুষ আমার লাইফ থেকে চলে যাচ্ছে হয়তো ... প্রতিদিন ৩ জন মানুষের খারাপ লাগার লিস্টে হয়তো আমার নাম লেখা হচ্ছে ... কিন্তু পাশাপাশি আমার জীবনে ১০ জন নতুন মানুষ আসতেছে, যাদের ভালোলাগার লিস্টে আমি আছি ... সব যোগ বিয়োগ করে প্রাপ্তির পাল্লাই ভারী !!

জীবনের মোড় ঘোরা, মানুষের রং বদলানো, পজিটিভ থেকে নেগেটিভ হওয়া - এই ব্যাপারগুলাকে আমি সহজভাবে নিতে শিখছি ... আগে পারতাম না সহজভাবে নিতে ... এখন পারি !!

যে মানুষটার সাথে দেখা হলে আগে মুচকি হাসি দিয়ে কথা বলতো, সে এখন চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নেয় - এই ব্যাপারটায় আসলে আমার কষ্ট পাওয়ার কিছু নাই ... এই ব্যাপারটাকে পাত্তা দেওয়ারও কিছু নাই ... একজন কাছের মানুষ ছিলো, এখন আর সে কাছের মানুষ নাই ... সিম্পল এইটা ... মুভ অন !!

আমার জীবনে সেই মানুষগুলাই থাকবে, যারা আমাকে বুঝে ... আর যারা চলে যায়, তারা আমাকে বুঝতে ব্যর্থ ... বুঝতে ব্যর্থ হওয়া মানুষদের নিয়ে শোক করে থেমে থাকার সময় আমার নেই !!

কোন মানুষের জন্য জীবন থেমে থাকে না ... আমার জন্য যে থেমে থাকে নাই, হেঁটে চলে গেছে, আমি কেন তার জন্য থেমে থাকবো ??

দিন শেষে, আমাকে আমার গন্তব্যে পৌছাতে হবে ... সময়ের মধ্যেই পৌছাতে হবে ... আমার পাশে কেউ থাকুক, কিংবা নাই থাকুক ... আমাকে কেউ ভালো ভাবুক আর খারাপ ভাবুক ... আমাকে কেউ কেয়ার করুক আর নাই বা করুক ... আমাকে হাঁটতে হবে ... অনেকটা পথ হাঁটতে হবে ... আমার হাঁটা কেউ হেঁটে দিবে না !!

পৃথিবীটা এরকমই ... একলা চলো কিংবা দোকলা চলো ... চলো ... চলতেই হবে ... থামা যাবে না ... কারো জন্য না ... কখনোই না !!" :)

8
$
User's avatar
@Md.Hasan posted 3 years ago

Comments

Good article

$ 0.00
3 years ago

Tnx

$ 0.00
3 years ago

Kub sundor kotha gulo....

$ 0.00
3 years ago

Hmm

$ 0.00
3 years ago

পড়তে পারলে অনেক কিছু জানতে পারবেন সবাই।

$ 0.00
3 years ago