গুনাহ_মাফের_সহজ_দশটি_আমল

১। সুন্দরভাবে ওযু করা

যে ব্যক্তি ওজু করে এবং তা সুচারুরূপে সম্পন্ন করে; তার শরীর থেকে গুনাহগুলো বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ থেকে সেগুলো বের হতে থাকে’। (মুসলিম/২৪৫)

২। বাসা থেকে ওযু করে মসজিদে যাওয়া

যে ব্যক্তি তার বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে, এরপর ফরজ আদায়ের জন্য আল্লাহর কোনো একটি ঘরের উদ্দেশ্যে হাঁটতে থাকে; তার প্রত্যেক পদক্ষেপে একটি করে গুনাহ মুছে দেয়া হয় এবং অপর পদক্ষেপে এক ধাপ মর্যাদা উন্নীত করা হয়’। (মুসলিম/৬৬৬)

৩। ওযু অবস্থায় সালাত আদায়ের স্থানে অবস্থান করা

যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ তার সালাত আদায়ের স্থানে অবস্থান করছে এবং তার ওজু ভঙ্গ না হচ্ছে; ফিরিশতারা তার জন্য দুআ করতে থাকে – হে আল্লাহ! তাকে ক্ষমা করে দিন; হে আল্লাহ! তার উপর দয়া করুন’। (বুখারি/৬৫৯)

৪। সালাতের পর তিন তাসবিহ পড়া

প্রত্যেক সালাতের শেষে যে ৩৩ বার তাসবিহ [সুবহানাল্লাহ], ৩৩ বার তাহমিহ [আলহামদুলিল্লাহ], ৩৩ বার তাকবির [আল্লাহু আকবার] পাঠ করবে; এরপর “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির” [একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তাঁর কোনো শরিক নেই, তাঁর জন্যই রাজত্ব ও প্রশংসা, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান] এর মাধ্যমে একশত পূর্ণ করবে; তার গুনাহগুলো মাফ করে দেয়া হবে, এমনকি যদি তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়’। (মুসলিম/৫৯৭)

৫। দিনে একশতবার "সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি" পড়া

যে ব্যক্তি একদিনে একশত বার “সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি” বলবে; তার গুনাহগুলো মুছে দেয়া হবে, এমনকি যদি তা সাগরের ফেনারাশির মতও হয়’। (বুখারি/৬৪০৫)

৬। দুরুদ পাঠ করা

যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে; আল্লাহ তার উপর দশটি রহমত প্রেরণ করবেন, তার দশটি গুনাহ মুছে দেবেন এবং তার মর্যাদা দশ ধাপ উন্নীত করবেন’। (নাসায়ি/১২৯৭); সাহিহ।

৭। দান সাদাকাহ করা

সাদাকা সেভাবে গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়, যেভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়’। (তিরমিজি/২৬১৬); হাসান

৮। আরাফার নফল রোজা রাখা

আমি আল্লাহর কাছে আশা রাখি, আরাফার দিনের সিয়াম দ্বারা এর পূর্ববর্তী ও পরবর্তী বছরের [গুনাহগুলোর] ক্ষতিপূরণ হবে এবং আমি আল্লাহর কাছে আশা রাখি আশুরার দিনের সিয়াম দ্বারা তার বিগত বছরের [গুনাহগুলোর] ক্ষতিপূরণ হবে’। (মুসলিম/২৬১৭)

৯। পোশাক পড়ার দোয়া পড়া

যে ব্যাক্তি কোনো পোশাক পরিধান করে বলবে - “আলহামদু লিল্লাহিল্লাযি কাসানি হাযাস সাওবা ওয়ারাযাকানিহি মিন গাইরি হাওলিন মিন্নি ওয়ালা কুওওয়াতিন”

الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ، مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ

[সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই পোশাক পরিয়েছেন ও তা রিজক হিসেবে দান করেছেন, আমার নিজের কোনো শক্তি বা সামর্থ্য ছাড়াই] – তার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহগুলো মাফ করে দেয়া হবে’। (আবু দাউদ/৪০২৩); হাসান।

১০। দুজন মুসলিম মুসাহাফা করা

দুজন মুসলিম পরস্পর মিলিত হওয়ার পর মুসাহাফা করলে, তারা বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের উভয়কে ক্ষমা করে দেয়া হয়’। (আবু দাউদ/৫২১২); সাহিহ।

[সংকলনঃ উস্তায Imran Helal]

6
$
User's avatar
@LktzbnLktzbn203 posted 4 years ago

Comments