যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে,আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে,তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।

7
$
User's avatar
@Halima420 posted 3 years ago

Comments

এই জন্য তো মানুষের জিবনে অন্ধকার নেমে আসে।এই বেশি বুঝা পণ্ডিত গুলার জন্যই কিছু মানুষের জিবনে কষ্ট ছাড়া কিছুই জুটে না।অতি শিক্ষিত লোকের সামান্য মূর্খতার জন্য দুর্ভোগে ভোগে। ভালই লিখেছেন ধন্যবাদ

$ 0.00
3 years ago

জ্বী অহংকার মানুষকে ধ্বংস করে দেয়

$ 0.00
3 years ago