বর্তমানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু স্থানে এবং দেশের অন্যত্র দুএক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে। এছাড়া গতকালের মতো আজও দেশের বিভিন্ন স্থানে মেঘলা আকাশসহ কমবেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দিনে বা রাতের যেকোন সময়। উত্তর-মধ্য ভারতের নিকট অবস্থানরত স্থল লঘুচাপটি দূর্বল হয়ে বাংলাদেশ উপকূল থেকে অনেকটা দূরে সরে যাওয়ায় দেশের উপকূলীয় এলাকাসহ অন্যত্র চলমান দমকা বাতাস কিছুটা কমে গেছে। তবে বৃষ্টি শুরুর সময় কিছুটা ঝড়ো বাতাস থাকতে পারে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্রবন্দরে ৩নং স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত আছে। তবে ভয়ের কিছু নেই ইনশাআল্লাহ। আগামী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানসহ দেশের অন্যত্র কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কুমিল্লায়, ৯৮ মিলিমিটার, এছাড়া তেঁতুলিয়ায় ৮৭ মিলিমিটার এবং কক্সবাজারে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশজুড়ে শক্তিশালী বৃষ্টিবলয় "ঢল:৩" চলছে। যার প্রভাব এ মাসের শেষ অবধি থাকতে পারে দেশের বিভিন্ন স্থানে। তবে এ মাসের শেষ দিকে এর প্রভাব কিছুটা কমে যেতে পারে। এরপর আবারো বঙ্গোসাগরে নতুন করে সিস্টেম তৈরীর সম্ভাবনা রয়েছে!

আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, সকাল ৭:৩২ মিনিটে।

Bwot_weather_bwot

6
$
User's avatar
@Rafiqulhasan posted 4 years ago

Comments

জি ভাইয়া, আমাদের এই দিকে আজকে ২ দিন পচুর বিষ্টি হচ্ছে।

$ 0.00
4 years ago