মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার,কারন কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম করা, সেইসাথে, জয় পরাজয় ভুলে গিয়ে নিজের পুরো সামর্থ বিলিয়ে দিয়ে কাজ করা।জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন,জেদ আর আত্মবিশ্বাস।শরিলের জোর আর মনের আত্নবিশ্বাষ রাখো তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবে সেটা আজ হেক নইতো বা কাল।
11
$
@Halima420
posted
4 years ago
কোথায় বলে না ঠুস না খেলে হুস আসে না । তেমনি খারাপ সময়টা খুব দরকার। নাহলে যেমন আসল মানুষ চেনা যায় তেমনি সাফল্য উপভোগ করতে পারে। নিজেকে এবং আশেপাশে র মানুষগুলা কে ভালোভাবে চিনতে পারে । ভালো লিখেছেন, ধন্যবাদ