হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে রাসূল (সাঃ) ইরশাদ করেছেন,যার হাতে আমার জীবন মরণ তার শপথ,সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত,যাবুর,ইঞ্জিল প্রভৃতি অন্য কোন আসমানি কিতাবে তো নেই-ই এমন কি কুরআনেও এর সমতুল্য দ্বিতীয় কোন সূরা নাযিল হয় নি।
আমল:-যে কোন রোগের জন্য সূরা ফাতিহা ৪০ বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ঐ পানি রোগীর চোখে মুখে ছিটালে ইনশাহ আল্লাহ রোগ ভালো হয়ে যায়।তবে এতে রোগী ও আমলকারী উভয়েরই দৃঢ় বিশ্বাস থাকতে হবে।
হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে রাসূল (সাঃ) ইরশাদ করেছেন,যার হাতে আমার জীবন মরণ তার শপথ,সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত,যাবুর,ইঞ্জিল প্রভৃতি অন্য কোন আসমানি কিতাবে তো নেই-ই এমন কি কুরআনেও এর সমতুল্য দ্বিতীয় কোন সূরা নাযিল হয় নি। আমল:-যে কোন রোগের জন্য সূরা ফাতিহা ৪০ বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ঐ পানি রোগীর চোখে মুখে ছিটালে ইনশাহ আল্লাহ রোগ ভালো হয়ে যায়।তবে এতে রোগী ও আমলকারী উভয়েরই দৃঢ় বিশ্বাস থাকতে হবে।