যে কথা যায় না বলা,
সে কথা হৃদয়ে রয়।
যে কথা মনের ভাষা,
সে কথা অপেক্ষা সয়।
অপরিচিতের আঙিনা টপকে সোশ্যাল সাইট থেকে নম্বর আদান প্রদান ঘটে।
বসন্তের এক নির্জন দুপুরে,আকাশে বাতাসে যখন নয় প্রখর তাপ,নয় হিম শীতল ঠান্ডার দুপুরে শান্ত ঝিলের ধারে একা একা বসে আকাশ বেহিসেবি মনে মোবাইলে খুট খুট করছে, অমনি বেজে ওঠে ফোন।
আননোন নম্বর থেকে ফোন এসেছে দেখে, কালো ফ্রেমের চশমাটা কপালে তুলে আকাশ ফোনটা রিসিভ করে।
◆আকাশ বলছেন?
●হ্যাঁ বলছি,আপনি?
◆বুদ্ধু।
●(মনে মনে)আমাকে বুদ্ধু কেবল তৃষাই বলে।তৃষা??
◆ঠিক চিনেছো।তোমাকে কথা দিয়ে ছিলাম আমি তোমার সাথে কথা বলবো ফোনে,আজ কথা রাখলাম। চ্যাট এ আমাদের কত কথা হয়, টেক্সট লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে যেত,আমি পারছি না বলতাম আর তুমি সেই টেক্সট করে যেতে,আমি শুধু seen… করতাম
যে কথা যায় না বলা, সে কথা হৃদয়ে রয়। যে কথা মনের ভাষা, সে কথা অপেক্ষা সয়। অপরিচিতের আঙিনা টপকে সোশ্যাল সাইট থেকে নম্বর আদান প্রদান ঘটে।
বসন্তের এক নির্জন দুপুরে,আকাশে বাতাসে যখন নয় প্রখর তাপ,নয় হিম শীতল ঠান্ডার দুপুরে শান্ত ঝিলের ধারে একা একা বসে আকাশ বেহিসেবি মনে মোবাইলে খুট খুট করছে, অমনি বেজে ওঠে ফোন।
আননোন নম্বর থেকে ফোন এসেছে দেখে, কালো ফ্রেমের চশমাটা কপালে তুলে আকাশ ফোনটা রিসিভ করে।
◆আকাশ বলছেন? ●হ্যাঁ বলছি,আপনি? ◆বুদ্ধু। ●(মনে মনে)আমাকে বুদ্ধু কেবল তৃষাই বলে।তৃষা?? ◆ঠিক চিনেছো।তোমাকে কথা দিয়ে ছিলাম আমি তোমার সাথে কথা বলবো ফোনে,আজ কথা রাখলাম। চ্যাট এ আমাদের কত কথা হয়, টেক্সট লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে যেত,আমি পারছি না বলতাম আর তুমি সেই টেক্সট করে যেতে,আমি শুধু seen… করতাম