মেয়েদের_নিয়ে_কিছু_কথা

অনেক মেয়েই ফেসবুক ব্যবহার করে,তাদের প্রোফাইলে সবুজ বাতিটা সারাহ্মন জ্বলতে থাকে।

এদের মধ্যে সবাই কিন্তু প্রেম নিয়ে ব্যস্ত থাকে না,এরা সবাই কিন্তু Messenger গল্পের আসর জমায় না। কিছু কিছু মেয়েরা অনলাইনে থেকেও একটা কথাও বলে না, প্রয়োজন ও মনে করে না।

এদের কাজ হলো নিউজফিডে উপর থেকে নিচে,আর নিচ থেকে উপরে ঘুরাঘুরি করা। আবার কেউ আছে শুধু ই ইসলাম প্রচার এবং জানার জন্যই ইউজ করে। কিন্তু সবাই কি মনে করে বলেনতোঃ

একজন মেয়ে ফেসবুক ব্যবহার করলে সবাই ধরে নেয় সে মেয়েটা ভালো না। একজন কে অনলাইনে বেশি দেখলেই সবাই ভাবে সে হয়তো অনেক জনের সাথেই চ্যাট করে।

আসলে সবার দৃষ্টিটাই বাঁকা হয়ে গেছে দেখছি।

কোনো মেয়েকে দশটা মেসেজ দিয়েও একটা মেসেজের ও রিপ্লাই পাওয়া যায় না,তখন সবাই ভাবে ঐ মেয়েটা খুব অহংকারী,হিংসুটে তাইনা এইরকমই সবাই ভেবে থাকে।

কিন্তু আসলেই কি কখনো ভেবে দেখছেন, আপনি যে তাকে জিজ্ঞাসা করছেন কেমন আছে? এটা জানা কি আপনার সত্যিই প্রয়োজন! নাকি আপনার আলাপ করা প্রয়োজন! মনে রাখবেন নিজের আলাপের চাহিদা মেটানো সব মেয়েদের সাথে খাটে না।

নিজের রিলেটিভ দের ভালো আছে কি সে খবর নেয় না।অন্য একটা মেয়ে কেমন আছে তা নিয়ে ব্যাস্ত। এর পরও Hi, Hello অসংখ্য সালাম। এ সালাম গুলো নিজের ফ্যামিলিকে দিলে কত সুন্দর হতো প্রতি টা পরিবার..!!

নিজে নিজের মতো থাকুন। অন্যকে অন্যের মতো থাকতে দিন।😍😍😍

1
$
User's avatar
@Simul152 posted 3 years ago

Comments