4
20
হ্যালো এভরিওয়ান । আমার মা সব সময় বাসায় এই সুস্বাদু অরেঞ্জ জেলি রেসিপি টা বানিয়ে রাখেন । আম্মু এই রেসিপিটা ফলো করেন । আপনারাও ফলো করতে পারেন এবং খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন অরেঞ্জ জেলি । বাসায় তৈরি খাবারগুলো স্বাস্থ্যকর হয় । তাই বাসায় বানানোর ট্রাই করবেন এবং বাইরের বানানো খাবার যত সম্ভব এভোয়েড করবেন ।
অরেঞ্জ জেলি রেসিপি
উপকরণ :
পানি ১ কাপ,
চিনি পৌনে এক কাপ,
আগারাগার ১ চা চামচ,
অরেঞ্জ কালার ১ মিটি,
অরেঞ্জ ফ্লেভার ১ চা চামচ,
ন্যাচারাল অরেঞ্জ জুস ১ কাপ।
প্রণালী :
সমস্ত উপকরণ একসাথে চুলায় জ্বাল দিন, হাতে আঠা আঠা ভাব মনে হলে নামিয়ে কোন গ্লাসে বা বৈয়মে জমতে দিন। ঠান্ডা হলে জমে গেলে পরিবেশন করুন।
সমস্ত উপকরণ একসাথে চুলায় জ্বাল দিন, হাতে আঠা আঠা ভাব মনে হলে নামিয়ে কোন গ্লাসে বা বৈয়মে জমতে দিন। ঠান্ডা হলে জমে গেলে পরিবেশন করুন