যদি তোমায় আমি চাঁদ বলি,
মিথ্যে হবে সে কথা,
চাঁদ যে মানুষের ভালোবাসার বুলি,
সে যে দেন না কোন ব্যাথা।
যদি তোমায় আমি ফুল বলি,
ফুলকে করা হবে যে ছোট,
ফুল যে ছড়ায় মিষ্টি গন্ধ,
ফুলকে কিভাবে করি খাট?
বলতে পারি না আমি কোন মিথ্যে,
তুমি একজন মানবি এটাই সত্যে,
তোমায় নেই কোন তুলনা,
তুমি সাধারণ এটা ভুল না......
যদি তোমায় আমি চাঁদ বলি, মিথ্যে হবে সে কথা, চাঁদ যে মানুষের ভালোবাসার বুলি, সে যে দেন না কোন ব্যাথা। যদি তোমায় আমি ফুল বলি, ফুলকে করা হবে যে ছোট, ফুল যে ছড়ায় মিষ্টি গন্ধ, ফুলকে কিভাবে করি খাট? বলতে পারি না আমি কোন মিথ্যে, তুমি একজন মানবি এটাই সত্যে, তোমায় নেই কোন তুলনা, তুমি সাধারণ এটা ভুল না......