গাভী একটি নিরিহ প্রাণী এর সাথে মায়াবীয়। এর চোখের দিকে তাকালেই মায়া জন্মে উঠে।ছবিটিতে আমরা গাভীর সাথে নির্মল একটি আকাশ ও পরিলক্ষিত করতে পাচ্ছি। এটাকে বলা যেতে পারে গাভীর চোখে নির্মল আকাশ। আকাশের মেঘের সাথে গাভীর গা এর কালার মিলে গেছে। গাভী আমাদের সমাজে একটি উপকারী প্রাণী। গাভীর দ্বারাই অনেকে জীবিকা নির্বাহ করে থাকে। গাভীর চোখের দিকে তাকালেই আমাদের মনে মায়া জন্মে থাকে। ক্ষমা ত্রুটি মার্জনা করবেন।
10
26
প্রকৃতির সবকিছুই সুন্দর। অন্যান্য পশু পাখি নিয়ে আর্টিকেল লিখতে পারলে গরু নিয়ে লিখা যাবে না কেন??অনেকেই কুকুর নিয়ে লিখছে, অনেকেই বিড়াল নিয়ে লিখছে। কুকুর, বিড়ালের চেয়ে গাভী বেশি উপকারী। আমি আপনার টপিক সিলেকশনকে এপ্রিসিয়েট করছি।