হাওড়ের নাম শুনলেই আমাদের মনে প্রথমে চিন্তা আসে জলের। কিন্তু প্রকৃতপক্ষে তা না। হাওড়ে সারাবছর জল থাকে না। এখানে বীজ রোপন করা হয় চাষাবাদ করা হয় এবং সবচেয়ে বড় কথা হল এই হাওয়ারের ধান দিয়েই আমাদের দেশের ভাতের চাহিদা মিটে যায়। ধান চাষের পর একটা সময় এই হাওড় জলে ভরপুর হয়ে থাকে। কুল কিনারা দেখা যায় না। শুধু জল আর জল। হাওড়া গুলো সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় লক্ষ্য করা যায়।হাকালুকি হাওড় নামেও একটা হাওড়া রয়েছে।সমুদ্রের মতো জল লক্ষ্য করা যায় মাঝে মাঝে এই হাওড় গুলোতে। এগুলোতে বিভিন্ন প্রজাতির মাছ থাকে। যে গুলো অনেক সুস্বাদু হয়। এই মাছে অনেকের জীবিকা নির্বাহ করে থাকে।
Get information aboaut bill . My best wishes for you . Keep writing . Support me also