পানি এমন এক জিনিস যার উপকার বলে শেষ করা যাবে না। এই পানি ছাড়া মানবজীবন তথা জীবকুল অচল। জীবকুলের অস্তিত্ব এ পরিলক্ষিত করা যাবে না। প্রতিনিয়ত আমরা পানির ব্যবহার করে থাকি নানা কাজে। কিন্তু সেই পানিই আজ বিপদের সম্মুখীন। প্রতিনিয়ত আমরা নানা বাজে কাজে পানির অপচয় করছি। প্রয়োজন ছাড়াও পানি নষ্ট করেই চলছি। তার থেকেও বড় দুঃখজনক বিষয় আমরা পানির মর্জাদা দিতে ব্যর্থ। পানিকে নানা ভাবে দূষিত করছি। যার ফলে অনেকে দূষিত পানি পান করছে এবং অসুস্থ হয়ে পড়ছে। কলকারখানার ময়লা বর্জ্য নদীতে ফেলে নদীর পানি নষ্ট হচ্ছে সেই পানি আবার অনেকে পান করছে যার ফলে তারা পানিবাহিত রোগ এ আক্রান্ত হচ্ছে। সর্বপরি আমাদের সকলের উচিত পানির অপচয় এবং দূষণ রোধে সচেতন হওয়া।
পানির উপকারিতা বলে শেষ করা যাবে না।পানি ব্যতিত জীবন কল্পনা করা যায় না। কিন্তু এই আমরাই আবার সেই মুল্যবান পানি প্রতিনিয়ত অপচয় করছি, দুষিত করছি। এভাবে অপচয় এর ফলে এমন এক দিন আসবে যেদিন আর এক ফোঁটা পানি পেতে ও অনেক কষ্ট করতে হবে। তাই ভবিষ্যৎএর কথা চিন্তা করে আমাদেরকে পানি অপচয় থেকে বিরত থাকতে হবে।