কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম বিলে (জলাশয়) গোলাপি, সাদা ও নীলের সঙ্গে ফুটেছে হলুদ রঙের পদ্মফুল। এসব পদ্ম দখিনা বাতাসে দোল খাচ্ছে। পদ্ম ফুলের ওপর ওড়াউড়ি করছে নানা প্রজাতির পাখি। পাখিদের কিচিরমিচির আওয়াজে মুগ্ধ শিশু, কিশোর, যুবক, বৃদ্ধরা। তবে এখানকার হলুদ রঙের পদ্মফুল সম্পূর্ণ নতুন ও বিরল একটি প্রজাতি বলে ধারণা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষণা দল। তাদের দাবি, গবেষণাগারের পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হলে উদ্ভিদবিজ্ঞানে হলুদ পদ্ম হবে অনন্য সংযোজন।

1
$
User's avatar
@shihab1234 posted 4 years ago

Comments