প্রদীপ নিবে আসে, ছায়াটি কাঁপে ত্রাসে, নয়নে আঁখিজল ঝরে, বক্ষ কাঁপে থরথরে। চকিত আঁখি দুটি তার মনে আসিছে বার বার। বাহিরে মহা ঝড়, বজ্র কড়মড়, আকাশ করে হাহাকার। মনে পড়িছে আঁখি তার। গগন ঢাকা ঘন মেঘে, পবন বহে খর বেগে। অশনি ঝনঝন ধ্বনিছে ঘন ঘন, নদীতে ঢেউ উঠে জেগে। পবন বহে আজি বেগে

1
$
User's avatar
@shihab1234 posted 4 years ago

Comments