আজ আমি রিড ক্যাসে বর্তমানে আমরা সবাই কি করছি সেটা নিয়ে লিখতে চলেছি। আমি জানি আমার আর্টিকেলটা অনেকের পছন্দ হবে না। এডমিন হয়তো আমার আর্টিকেলটা অ্যাপ্রভে করবে না পড়ার পরে। তবুও বলছি যদি অ্যাপ্রুভ হয় আর্টিকেলটা খুব উপকার হত। আর্টিকেলের শুরুতেই সবাইকে বলছি এই আর্টিকেলটা কারো ব্যক্তিগত ভাবে আঘাত করার জন্য নয়। সবাই সঠিক ভাবে নিবেন।
18 বছরের নিচের বাচ্চারা আর্টিকেলটা থেকে দূরে থাকুন।
আমরা সবাই জানি রিড ক্যাশ আসলে কি। রিড ক্যাশ এমন একটা সাইট যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি মূলকআর্টিকেল লেখার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। এটা একটা লার্নিং এন্ড আর্নিং সাইট।সবাই তাদের সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন আর্টিকেল লেখার মধ্য দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন।
কিন্তু আসলে রিড ক্যাশ এ এখন আমরা যা করি সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি:
প্রথমত বলতে চাই কিছু বাংলাদেশি কমিউনিটির কথা। কিছু কিছু বাংলা কমিউনিটি আছে যারা শুধুমাত্র বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে অর্থ উপার্জন করে। আর আমার মনে হয় এইসব বাংলা রেসিপি গ্রুপে যে সব ব্যক্তিবর্গ তাদের রেসিপি শেয়ার করেন তাড়াহুড়ো আল্ট্রা লেজেন্ড প্রকৃতির গুনি মানি ব্যক্তিবর্গ। অনেক সময় দেখা যায় এসব রেসিপি গ্রুপে ইতালিয়ান খাবার,সাউথ ইন্ডিয়ান খাবার, চাইনিজ খাবারবাংলার খাবারের রেসিপি ও এখানে দেখা যায়।কিন্তু এমন এমন লোকজনও আছে যারা হয়তোবা এ সকল খাবারের শুধু নাম শুনেছে কিন্তু সকল খাবার আসলে কি বা কিভাবে তৈরি হয় বা কখনো টেস্ট করে দেখার সৌভাগ্য তাদের হয় নাই। কেননা আমাদের দেশে সাউথ ইন্ডিয়ান চাইনিজ খাবার এগুলো সচরাচর বাসায় তৈরি হয় না। এসকল খাবার সমূহ শুধুমাত্র আমাদের দেশের বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায়। আর যারা এ সকল রেসিপিগুলো লিখেন হয়তো তারা এসব রেস্টুরেন্টে কাজ করেন নয়তো কেউ কেউ রাধুনী এইসব রেস্টুরেন্টে। কিভাবে তৈরি হয় সেটা জানা অনেকটা মুশকিল। এসব রেসিপির মধ্যে দেখা যায় ফ্রাইড রাইস, চিকেন পকরা, নুডুলস পাকোড়া, খাসির মাংসের কোরমা, কোল্ড কফি হট কফি । আমার ডাউট আছে যারা এটা লেখেন তারা আদৌ কি এগুলো টেস্ট করে দেখেছেন নাকি আপনারা সত্যিই রেস্টুরেন্টে কাজ করেন?? যারা এসব কখনো হয়তো খান নাই তারা এগুলো লেখে অর্থোপার্জন করছেন।তাহলে এখানে আপনার ক্রিয়েটিভিটি কোথায় প্রকাশ পেল???
এরপর আসি কিছু অন্য লিজেন্ড লোকজনদের নিয়ে। এরকম লোকজন তারা তাদের নিজস্ব আর্টিকেল একটা লেখে একবারে।কিন্তু সেই আর্টিকেলটার পার্ট বানাই 1 2 3 4 এভাবে 100 টার উপরে পার্ট বানিয়ে আর্টিকেল তৈরি করে। এদের মধ্যে মাই ফটোগ্রাফি part1 part2 part3 উল্লেখযোগ্য। এখানে তাহলে আপনারাই বলুন মানুষের ক্রিয়েটিভিটি কোথায় প্রকাশ পেল।একটা ফোন নিয়ে কিছু ছবি তুললাম তারপর মাই ফটোগ্রাফি part1 part2 part3 এভাবে 100 টা পাট তৈরি করলাম আর অর্থোপার্জন করলাম এটা কি রিড ক্যাশ নিয়মে আছে?? তার পরেও আমরা এখান থেকে ডলার ডলার ইনকাম করে চলেছি।
আর তারপর আসি অন্য লোকজনদের ব্যাপারে যারা নিজেরা এগুলো করবে আবার কেউ কপি করে তার ট্রান্সলেট করলে তাদের দোষ খুজবে। হ্যাঁ ভাই মানছি যে কপি করে ট্রান্সলেট করলে ক্রিয়েটিভিটি প্রকাশ পায় না।বাট আপনারা যে ইলিশ মাছ দিয়ে কাঁঠাল রান্না করছেন আর আর্টিকেলের পার্ট আর পার্ট তৈরি করে যাচ্ছেন এর মধ্যে কি আপনাদের ক্রিয়েটিভিটি প্রকাশ পাচ্ছে?? অনেক সময় তো দেখা যায় কিছু কিছু লোকজন বাংলিশ ভাষাতেও রিড ক্যাশ এ লেখালেখি করছে। রিড ক্যাশ এর নিয়মে কি কোথাও আছে যে বাংলিশ ভাষা তে লেখালেখি করা যাবে?? সেদিন একজনকে দেখলাম টাকি মাছের ভর্তা লিখে হাফ ডলার ইনকাম করতে। ভাইরে ভাই রিট ক্যাশ যদি জানতো বাঙালিরা এইভাবে আমাদের সাইট থেকে ইনকাম করবে তাহলে বিশ্বাস করেন রাসেল ভাই রিড ক্যাশ কখনোই তাদের সাইট বাংলাদেশে অ্যাপ্রুভ করতো না।
সর্বশেষে এটাই বলতে চাই আমরা সব সময় ধান্দা খুঁজি কিভাবে সহজে অর্থ উপার্জন করা যায়।আমরা কেউই তাদের নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে এই সাইট থেকে ইনকাম করছি না। আমি এটাকে খারাপ বলছি না। ঠিক আছে আপনারা যেভাবে খুশি সেভাবে এখান থেকে উপার্জন করুন। তাতে আমার কিছুই যায় আসে না।তবে অমক এইটা করলো তম কাইটা করল ওইটা লিখল এটা কেন লিখল এগুলো চর্চা না করে নিজে কি লিখছি বা নিজে কি লিখলাম সেটা আগে দেখুন তারপর অন্যকে চর্চা করুন। সব থেকে ভালো হয় যে যেভাবে লিখছে সেই ভাবে লেখ যার যা খুশি তাই লেখক কেউ যদি পদ্মা ব্রিজ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করতে চাই লেখুক তাতে আমাদের কিছু না বলাই উচিত। কেননা আমরা নিজেও ঠিকভাবে কাজ করছি না। তাই আমার মনে হয় যে যেভাবে লিখছে তাকে লিখতে দেয়া হোক। আইডি ব্যান্ড হলে তার হবে আমার আপনার কি তাই না?
এতক্ষণ আর্টিকেলটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আবারও বলছি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। কাউকে কষ্ট দেওয়ার জন্য আমার আর্টিকেলটা না।
পারলে কমেন্ট বক্সে কিছু গালাগালি দিয়ে যাবেন।
আপনার উদাহরণ এ আমার কোনো আর্টিকেল জোড় করেও মিলাইতে পারলাম না।তাই আর গালিটা দেওয়া হইল না ভাইয়া।দুঃখিত।।।।